[email protected] রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
২৩ অগ্রহায়ণ ১৪৩২

ভোলাহাটে মিষ্টি কুমড়া চাষে ফলন কম, দামও নেই-বিপাকে চাষীরা

মোঃ সুহাস উদ্দিন

প্রকাশিত: ২৯ নভেম্বর ২০২৫, ১৮:৫০

বাজারজাতকরণের উদ্দেশ্যে রাস্তার ধারে সারিবদ্ধ করে রাখা আছে মিষ্টি কুমড়াগুলো।

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলায় বিকল্প ও স্বল্প মেয়াদি লাভজনক ফসল হিসেবে বিগত কয়েক বছর ধরে মিষ্টি কুমড়া চাষের প্রতি কৃষকদের ঝোঁক বেড়েছে।

তবে চলতি মৌসুমে ফলন কম এবং বাজারে দাম হ্রাস পাওয়ায় চাষিদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।

কৃষকদের অভিযোগ, সময়মতো উন্নতমানের বীজ না পাওয়া এবং প্রয়োজন অনুযায়ী রাসায়নিক সার ও কীটনাশক প্রয়োগ করতে না পারায় ফলন মারাত্মকভাবে কমে গেছে। তাদের দাবি, সাধারণত এক বিঘা জমিতে ৪০ থেকে ৫০ মণ মিষ্টি কুমড়া উৎপাদন হলেও এবার তা নেমে এসেছে ২০ থেকে ২৫ মণে। বিভিন্ন সূত্র থেকে সার সংগ্রহ করা গেলেও তার দাম ছিল দ্বিগুণ, যা উৎপাদন খরচ আরোও বাড়িয়ে দিয়েছে।

চাষীরা বলেন, “সার-সংকট ও উচ্চমূল্যের কারণে ঠিক সময়ে প্রয়োগ করতে পারিনি। তাই ফলন কম এবং বাজারে চাহিদাও আগের তুলনায় কম। এতে আমরা বড় ধরনের লোকসানের আশঙ্কায় আছি। সংশ্লিষ্ট বিভাগের দ্রুত নজরদারি প্রয়োজন।”

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সুলতান আলী বলেন, “আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ রাসায়নিক সার মজুদ আছে। অনেক চাষি অনুমোদিত বিক্রেতাদের বদলে খুচরা বাজার থেকে বীজ ক্রয় করায় এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে মনে হচ্ছে। অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

সার সংকট ও সম্ভাব্য সিন্ডিকেট প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার জানান, “ভোলাহাট কৃষিনির্ভর একটি উপজেলা। কৃষকদের অভিযোগ আমরা গুরুত্ব সহকারে দেখছি। বিষয়টি যাচাই করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর