চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ২০২৫–২৬ অর্থবছরের মৌসুমি কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় পিছিয়ে পড়া কৃষকদের মধ্যে বিনামূল্যে উফসী ও হাইব্রিড ধান বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৮ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির মুন্সী এবং উপজেলা কৃষি কর্মকর্তা সাকলাইন হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, চলতি অর্থবছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে পর্যায়ক্রমে উন্নতমানের উফসী ও হাইব্রিড ধান বীজ বিতরণ করা হবে। এতে কৃষকরা মৌসুমি উৎপাদন বৃদ্ধি ও উৎপাদন ব্যয় হ্রাসে উপকৃত হবেন বলে আশা প্রকাশ করেন কর্মকর্তারা।
সরকারি সহায়তার অংশ হিসেবে এই উদ্যোগ কৃষকদের আর্থিক স্বস্তি ও টেকসই উৎপাদন ব্যবস্থায় ইতিবাচক প্রভাব রাখবে বলেও অনুষ্ঠানে উল্লেখ করা হয়।
এ সময় আরও উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অফিসার লাবনী আক্তার, উপজেলা এলজিইডি অফিসার আছহাবুর রহমান, উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সেরাজুল ইসলাম, উপসহকারী কৃষি কর্মকর্তা ফজলুর রহমানসহ উপকারভোগী কৃষকরা।
উল্লেখ্য, প্রণোদনার আওতায় উপজেলায় বোরো উফসী ধানের বীজ ৫ কেজি, ১০ কেজি ডিএপি সার এবং ১০ কেজি এমওপি সার পাবেন ১,১০০ জন কৃষক। এছাড়া বোরো হাইব্রিড ধানের বীজ ২ কেজি করে সুবিধাভোগী হবেন আরও ১৯০ জন কৃষক।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: