রাজশাহী কলেজ ক্যাম্পাসে নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে এক শুভেচ্ছা মিছিল।
বৃহস্পতিবার (২০ নভেম্বর ২০২৫) বেলা সাড়ে ১১টায় কলেজ প্রাঙ্গণে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি রাজশাহী কলেজ প্রশাসন ভবনের সামনে থেকে শুরু হয়ে, সেখান থেকে মহসিন ভবনের সামনে দিয়ে, পরে নতুন ভবনের সামনে ঘুরে আবার প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। পুরো ক্যাম্পাসজুড়ে মিছিল ঘুরে বেড়ানোর সময় নেতাকর্মীদের স্লোগানে মুখরিত হয়ে ওঠে কলেজ এলাকা। এতে কলেজ শাখা ছাত্রদলের নেতা–কর্মীরা অংশ নেন।
মিছিল শেষে প্রশাসন ভবনের সামনে রাজশাহী কলেজ শাখা ছাত্রদলের সদস্য সচিব আমিনুল ইসলামের বলেন, রাজশাহী কলেজের ছাত্রদলের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। দীর্ঘদিন রাজশাহী কলেজে রাজনীতি বন্ধ থাকলেও আমরা ক্যাম্পাসের বাইরে মিছিল-মিটিং চালিয়েছি। ছাত্রদলকে দমিয়ে রাখা যায়নি। কিছু সংগঠন নিষিদ্ধ কর্মকাণ্ডে জড়িয়ে ছিল—নাম বলব না, বললে কষ্ট পাবে। এখন তারা নতুন করে চক্রান্ত শুরু করেছে। পরিচয়হীন গুপ্তবাহিনী যদি কোনো ষড়যন্ত্র করতে চায়, ছাত্রদল সেখানেই তাদের প্রতিরোধ করবে।
তিনি আরও বলেন, আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী খালেদা জিয়ার আদর্শের সৈনিক। অতীতেও আমরা মোকাবিলা করেছি, ভবিষ্যতেও করব। ছাত্রদলের শক্তিকে আরও সুসংগঠিত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
রাজশাহী কলেজ ছাত্রদলের আহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ বলেন, ৫ আগস্টের পূর্বেও ছাত্রদল মাথা উঁচু করে রাজনীতি করেছে। কিন্তু ৫ আগস্টের পর একটি গোষ্ঠী ষড়যন্ত্র করে ক্যাম্পাসে রাজনীতি নিষিদ্ধ করে। এখন সমন্বয় পরিচয় দেওয়ার পর আবার তারা বড় আয়োজনের করছে। প্রিন্সিপাল স্যার প্রকাশ্যে রাজনীতি করতে দেন না, কিন্তু তারা গুপ্ত রাজনীতি করে শক্তি সঞ্চয় করছিল। এখন প্রকাশ্যে দেখা দিচ্ছে।
তিনি সতর্ক করে বলেন, ছাত্রদলের সঙ্গে বাড়াবাড়ি করবেন না। আমরা দীর্ঘ ১৭ বছর ধরে রাজনীতি করেছি। ছাত্রলীগের সঙ্গে রাজনীতি না করলেও কেউ কেউ আজ অভিযোগ তোলে যে আমরা নাকি ৫ আগস্টের পরে এসেছি। কলেজ প্রশাসন এখন রাজনীতির অনুমতি দিয়েছে—এখন থেকে প্রতিদিন ক্যাম্পাসে রাজনীতি হবে। স্লোগানে স্লোগানে জবাব দেওয়া হবে। আমরা চাইলে আপনারাও মিছিল করুন—দেখি আপনাদের দলে কারা আছে।
তিনি আরও ঘোষণা দেন, প্রতি রবিবার কলেজ ক্যাম্পাসে ছাত্রদল নিয়মিত রাজনৈতিক কার্যক্রম চলবে। ছাত্রদলের পরিচয়ে সবাই চলাফেরা করবেন—কোনো সমস্যা হবে না।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: