[email protected] রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫
২৩ অগ্রহায়ণ ১৪৩২

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনে রেকর্ড আবেদন, প্রতি আসনে লড়বে ৭১ শিক্ষার্থী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১১:০০

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) ও বিবিএ প্রথম বর্ষে ভর্তির আবেদন শেষ হয়েছে। এবার ২,৮১৫ আসনের বিপরীতে মোট ১ লাখ ৯৯ হাজার ৯৫৪ জন শিক্ষার্থী আবেদন করেছেন। অর্থাৎ প্রতি আসনের জন্য লড়াই করবেন ৭১ জন।

শনিবার সকালে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক শেখ মো. গিয়াসউদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

আবেদন প্রক্রিয়া

গত ২০ নভেম্বর দুপুর ১২টা থেকে শুরু হয়ে ৫ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত জবির ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করেন ভর্তিচ্ছু শিক্ষার্থীরা।

ভর্তি পরীক্ষার সময়সূচি

এবার চারুকলা অনুষদভুক্ত ‘ই’ ইউনিটের মাধ্যমে ভর্তি পরীক্ষা শুরু হবে। সময়সূচি নিচে

ইউনিট–E (চারুকলা): ১৩ ডিসেম্বর, বেলা ৩টা৪টা ৩০ মিনিট

ইউনিট–A (বিজ্ঞান ও লাইফঅ্যান্ডআর্থ সায়েন্স): ২৬ ডিসেম্বর, সকাল ১১টা১২টা

ইউনিট–C (ব্যবসায় শিক্ষা): ২৭ ডিসেম্বর, সকাল ১১টা১২টা

ইউনিট–D (সামাজিক বিজ্ঞান): ৯ জানুয়ারি, সকাল ১১টা১২টা

ইউনিট–B (কলা ও আইন): ৩০ জানুয়ারি, বিকেল ৩টা৪টা ৩০ মিনিট

সব পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের নিজস্ব তত্ত্বাবধানে বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। আসন বিন্যাস পরে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

পরীক্ষার পদ্ধতি ও নম্বর বণ্টন

মোট ১০০ নম্বরের ভিত্তিতে মেধা তালিকা তৈরি করা হবে।

এমসিকিউ: ৭২ নম্বর

এসএসসি/সমমান: ১০ নম্বর

এইচএসসি/সমমান: ১৮ নম্বর

ইউনিট–A, B, C D-এর পরীক্ষার সময় ১ ঘণ্টা এবং ইউনিট–E-এর সময় ১ ঘণ্টা ৩০ মিনিট।

এমসিকিউ পরীক্ষায় প্রতিটি বিষয়ের নম্বর ২৪ (ইউনিট–E এ ৯)। প্রতিটি প্রশ্নের মান ০.৭৫ এবং ভুল উত্তরে কর্তন হবে ০.২৫ নম্বর।

ব্যবহারিক পরীক্ষা

ইউনিট–B–এর সংগীত ও নাট্যকলা বিভাগ এবং ইউনিট–D–এর ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগে এমসিকিউর ফলাফলের ভিত্তিতে ৫০ নম্বরের ব্যবহারিক পরীক্ষা হবে।

ইউনিট–E–তে থাকবে ৪৫ নম্বরের ব্যবহারিক এবং ২৭ নম্বরের এমসিকিউ পরীক্ষা।

ব্যবহারিক পরীক্ষার ফি ও সময়সূচি পরে প্রকাশিত হবে।

উল্লেখ্য, গতবার লিখিত পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া হলেও এবার শুধুমাত্র এমসিকিউ পদ্ধতিতেই পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর