[email protected] মঙ্গলবার, ৩০ ডিসেম্বর ২০২৫
১৫ পৌষ ১৪৩২

জকসু ও হল সংসদ নির্বাচনে ৩৯ কেন্দ্রে ১৭৮ বুথে ভোট

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৯ ডিসেম্বর ২০২৫, ২০:১০

ফাইল ছবি

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে ৩৯টি ভোটকেন্দ্রে মোট ১৭৮টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সোমবার জকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসানের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভোটকেন্দ্র ও বুথের তালিকা প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, জকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদের জন্য ৩৮টি এবং একটি ছাত্রী হল সংসদের জন্য একটি ভোটকেন্দ্র নির্ধারণ করা হয়েছে। প্রতি ১০০ জন শিক্ষার্থীর জন্য একটি করে ভোটগ্রহণ বুথ থাকবে। ভোটগ্রহণ শেষে মেশিনের মাধ্যমে ভোট গণনা করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী ছাত্রী হলের ভোটগ্রহণ হবে শহীদ সাজিদ ভবনের নিচতলার বাঁ পাশে। মার্কেটিং বিভাগের ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে অডিটরিয়ামের সামনে এবং আইন বিভাগের ভোটগ্রহণ হবে কেন্দ্রীয় অডিটরিয়ামের সামনে।

ম্যানেজমেন্ট স্টাডিজ ভবনে জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি, আধুনিক ভাষা ইনস্টিটিউট, ম্যানেজমেন্ট স্টাডিজ, গণযোগাযোগ ও সাংবাদিকতা এবং আইন বিভাগের শিক্ষার্থীরা ভোট দেবেন। একই ভবনে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভিন্ন কক্ষে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ফিন্যান্স, নৃবিজ্ঞান এবং কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

সামাজিক বিজ্ঞান ভবন-২-এর সমাজকর্ম বিভাগে ফিল্ম অ্যান্ড টেলিভিশন, সংগীত ও সমাজকর্ম বিভাগের ভোটগ্রহণ হবে। সামাজিক বিজ্ঞান ভবন-১-এর অর্থনীতি ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগে স্থাপিত কেন্দ্রে ভোট দেবেন শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট ও সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা।

বজলুর রহমান মিলনায়তনে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, বাংলা ও অর্থনীতি বিভাগের শিক্ষার্থীদের জন্য ভোটকেন্দ্র করা হয়েছে। কলা ভবনে বায়োকেমিস্ট্রি, ইংরেজি, দর্শন ও ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থীরা ভোট দেবেন। ইতিহাস বিভাগের ভোটগ্রহণ হবে রফিক ভবনের বাংলা ও ইতিহাস বিভাগের সেমিনার রুমে।

বিজ্ঞান ভবনের বিভিন্ন কক্ষেও একাধিক বিভাগের ভোটকেন্দ্র স্থাপন করা হয়েছে। এর মধ্যে গণিত বিভাগের কক্ষে গণিত, পরিসংখ্যান ও নাট্যকলা বিভাগের ভোটগ্রহণ হবে। রসায়ন বিভাগের ভোট নেওয়া হবে ২১৮ নম্বর কক্ষে এবং পদার্থবিজ্ঞান বিভাগের ভোটকেন্দ্র থাকবে উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২১৯ নম্বর কক্ষে

মনোবিজ্ঞান বিভাগের ১১৭ নম্বর কক্ষে ড্রইং অ্যান্ড পেইন্টিং, প্রিন্টমেকিং এবং ত্রিমাত্রিক শিল্প ও নকশা বিভাগের ভোটগ্রহণ হবে। ল্যাব-২-এ মনোবিজ্ঞান বিভাগের এবং ল্যাব-১-এ অণুজীব বিজ্ঞান বিভাগের ভোট নেওয়া হবে। ভূগোল ও পরিবেশ বিভাগের ভোটকেন্দ্র করা হয়েছে ১১৩ নম্বর কক্ষে। লোকপ্রশাসন বিভাগের ভোট হবে সিগমুন্ড ফ্রয়েড কনফারেন্স হলে। আইন ও ভূমি প্রশাসন বিভাগের কেন্দ্র থাকছে মনোবিজ্ঞান বিভাগের ২১৩ নম্বর কক্ষে।

এ ছাড়া উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২১২ নম্বর কক্ষে উদ্ভিদবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ বিভাগের ২০৯ নম্বর কক্ষে ফার্মেসি এবং ২১০ নম্বর কক্ষে প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থীরা ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচনের নিরাপত্তাব্যবস্থা নিয়ে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা হাসান বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় পুলিশ প্রশাসন ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসের সঙ্গে আলোচনা করা হয়েছে। নির্বাচন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি আরও জানান, কেবল ভোটার, শিক্ষক এবং নির্বাচন কাজে বিশেষভাবে অনুমোদিত ব্যক্তিরাই ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারবেন। নির্ধারিত পরিচয়পত্র বহন বাধ্যতামূলক।

এবারের জকসু নির্বাচনে ২১টি পদের বিপরীতে ১৭ জন নারীসহ মোট ১৫৭ জন প্রার্থী এবং একটি ছাত্রী হলের ১৩টি পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর