[email protected] শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬
২৫ পৌষ ১৪৩২

জকসু নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন চাঁপাইনবাবগঞ্জের তিন শিক্ষার্থী

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ৫ জানুয়ারি ২০২৬, ২৩:১২

ছবি: সংগৃহীত

আসন্ন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনে চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনজন শিক্ষার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দীর্ঘ ৩৮ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচনকে ঘিরে তাদের অংশগ্রহণকে জেলা ও বিশ্ববিদ্যালয়ের জন্য ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এর আগে ৩০ ডিসেম্বর জকসু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও অনিবার্য কারণে সেদিন সকালে নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন। নতুন তফসিল অনুযায়ী আগামী ৬ জানুয়ারি জকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

জকসু কেন্দ্রীয় সংসদে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক (জিএস) পদে লড়ছেন উম্মে মাবুদা। তিনি বাঁধন জবি ইউনিটের সাবেক সভাপতি এবং বিএনসিসির ক্যাডেট সার্জেন্ট। সমাজকর্ম বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের এই শিক্ষার্থীর বাড়ি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুরে। তার ব্যালট নম্বর ০৮।

নির্বাচনী পরিবেশ সম্পর্কে উম্মে মাবুদা বলেন, স্বল্প সময়ের মধ্যে প্রচারণা চালাতে হলেও শিক্ষার্থীদের কাছ থেকে ভালো সাড়া পেয়েছেন। তার মতে, ছাত্র সংসদ কোনো রাজনৈতিক দলের অধীন নয়; এটি শিক্ষার্থীদের অধিকার ও কল্যাণে কাজ করার একটি স্বতন্ত্র প্ল্যাটফর্ম হওয়া উচিত।

স্বতন্ত্র প্রার্থী হিসেবে জকসু কেন্দ্রীয় সংসদের নির্বাহী সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. সিহাব আলী। তিনি আইন বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাসিন্দা। তার ব্যালট নম্বর ২৭।

সিহাব আলী জানান, দীর্ঘদিন ধরে ক্যাম্পাসের বিভিন্ন আন্দোলন ও শিক্ষার্থীদের অধিকার আদায়ে তিনি সক্রিয় ছিলেন। কোনো রাজনৈতিক সংগঠনের সঙ্গে যুক্ত না থাকায় দলীয় প্রভাবের বাইরে থেকে শিক্ষার্থীদের স্বার্থে কাজ করতে চান তিনি।

অন্যদিকে, জকসুর হল সংসদ নির্বাচনে নির্বাহী সদস্য পদে শিবির সমর্থিত অদম্য জবিয়ান ঐক্য প্যানেল থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন সায়মা খাতুন। তিনি দর্শন বিভাগের ২০২৩–২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বাসিন্দা।

সায়মা খাতুন বলেন, মেয়েদের জন্য নিরাপদ, সম্মানজনক ও ইতিবাচক হল পরিবেশ নিশ্চিত করাই তার মূল লক্ষ্য।
জগন্নাথ বিশ্ববিদ্যালয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অব চাঁপাইনবাবগঞ্জের সভাপতি আসিফ ইসলাম বলেন, জকসু ও হল সংসদ নির্বাচনে জেলার তিন শিক্ষার্থীর অংশগ্রহণ চাঁপাইনবাবগঞ্জের শিক্ষার্থীদের মেধা ও নেতৃত্বের সক্ষমতার প্রমাণ।

সংগঠনের সাধারণ সম্পাদক রায়হান ইসলাম আশা প্রকাশ করেন, এবারের নির্বাচন শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চর্চাকে আরও শক্তিশালী করবে।

আলোকিত গৌড়/এম.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর