রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ব্রাকসু) ও হল সংসদ নির্বাচন আবারও পিছিয়েছে। নতুন করে আগামী ২৫ ফেব্রুয়ারি নির্বাচনের তারিখ নির্ধারণ করা হয়েছে। একই সঙ্গে সহযোগী অধ্যাপক মাসুদ রানাকে ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
রোববার (১১ জানুয়ারি) রাত ৮টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলীর সঙ্গে নির্বাচন কমিশনার ও শিক্ষার্থীদের এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় জানানো হয়, ব্রাকসু নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালনের জন্য ছাত্র উপদেষ্টা ড. মো. ইলিয়াছ প্রামাণিককে মনোনীত করা হয়েছে। তবে পরবর্তী সিন্ডিকেট সভা অনুষ্ঠিত না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশনার ও ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদ রানা ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. শওকাত আলী বলেন, প্রধান নির্বাচন কমিশনার নিয়োগে সিন্ডিকেট সভার অনুমোদন প্রয়োজন। সিন্ডিকেট সভা না হওয়া পর্যন্ত ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সহযোগী অধ্যাপক মাসুদ রানা দায়িত্ব পালন করবেন।
ভারপ্রাপ্ত প্রধান নির্বাচন কমিশনার মাসুদ রানা বলেন, ‘সোমবার নির্বাচন কমিশনারদের বৈঠকে ভোটার তালিকা সংক্রান্ত আপত্তিগুলো নিষ্পত্তি করা হবে। এরপর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন আগামী ২৫ ফেব্রুয়ারি আয়োজনের লক্ষ্যে তফসিল পুনর্গঠন করা হবে।’
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: