সম্প্রতি ক্যাম্পাসে অশোভন আচরণ ও উত্তেজনাকর পরিস্থিতির অভিযোগ তুলে রাকসুর সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মারের মানসিক চিকিৎসার দাবি জানিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রদল।
এ দাবিতে সোমবার (১৯ জানুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে স্মারকলিপি দেবে সংগঠনটির নেতাকর্মীরা।
এছাড়া একই দিন দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধনের ডাক দিয়েছেন রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী ও সাধারণ সম্পাদক সরদার জহুরুল।
রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহী বলেন, “একজন সচেতন শিক্ষার্থীর আচরণ এমন হতে পারে না। ক্যাম্পাসে সালাউদ্দিন আম্মারের আচরণ দিনদিন উদ্বেগজনক হয়ে উঠছে। রাকসুর জিএস হিসেবে তার শিক্ষার্থীদের সমস্যা নিয়ে কাজ করার কথা, কিন্তু তিনি এমন কাজে জড়াচ্ছেন যা উত্তেজনা সৃষ্টি করছে। ফলে তার মানসিক স্বাস্থ্য নিয়ে আমরা সন্দিহান। এ কারণে তার মানসিক চিকিৎসার দাবিতে উপাচার্যের কাছে স্মারকলিপি দেবো।”
এ বিষয়ে জানতে সালাউদ্দিন আম্মারের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
উল্লেখ্য, রোববার (১৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে রাজশাহী জেলা জিয়া পরিষদের সভাপতি কর্তৃক টাঙানো একটি ব্যানার বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে খুলে ফেলেন রাকসুর জিএস সালাউদ্দিন আম্মার। ব্যানারটি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টাঙানো হয়েছিল। এর আগে ওই দিন বেলা সাড়ে ১১টার দিকে ব্যানারটি সরানোর জন্য সংশ্লিষ্ট শিক্ষককে আলটিমেটাম দিয়ে তিনি ফেসবুকে একটি পোস্ট দেন বলে অভিযোগ রয়েছে।
ব্যানার অপসারণের ঘটনা ছাড়াও শিক্ষক লাঞ্ছনার অভিযোগসহ বিভিন্ন বিষয় সামনে এনে আম্মারের মানসিক চিকিৎসার দাবি জানিয়ে স্মারকলিপি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাবি শাখা ছাত্রদল।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: