[email protected] সোমবার, ১৯ জানুয়ারি ২০২৬
৬ মাঘ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে হেফজুল মাদ্রাসায় ছাত্রশিবিরের শীতবস্ত্র বিতরণ

জাহিদুর রহমান

প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২৬, ১৪:২১
আপডেট: ১৯ জানুয়ারি ২০২৬ ১৪:০১

চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের হেফজুল মাদ্রাসা শাখার পক্ষ থেকে শিক্ষার্থী ও মাদ্রাসার কর্মচারীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

বুধবার (১৯ জানুয়ারি) সকালে হেফজুল মাদ্রাসার একটি হলরুমে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আমীর মাওলানা আবু জার গিফারী।

হেফজুল মাদ্রাসা শাখা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মোঃ তাহমিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ বুলবুল আহমেদ এবং ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার ছাত্রকল্যাণ সম্পাদক মোঃ আব্দুর রহমান।

অনুষ্ঠানে বক্তারা শীতার্ত মানুষের পাশে দাঁড়ানোর জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান এবং মানবিক কর্মকাণ্ডে ছাত্রসমাজের ভূমিকার প্রশংসা করেন।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর