ভোলাহাট উপজেলা সমিতি, ঢাকা'র আয়োজনে মীরপুর-১ এর বিরুলিয়া ব্রিজ সংলগ্ন প্রিয়াংকা শুটিং স্পট-এ "ভোলাহাট উৎসব-২০২৫" উপলক্ষ্যে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার অধিবাসী যাঁরা ঢাকায় বিভিন্ন পেশা ও উদ্যোক্তা হিসাবে উৎপাদনমুখী কর্মে জড়িত তাঁদের নিয়ে এই মিলনমেলার আয়োজন করা হয়।
শুক্রবার (১৭ জানুয়ারি) সকাল ৮টায় ৪৪-চাঁপাইনবাবগঞ্জ-২ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য আলহাজ্ব আমিনুল ইসলাম জাতীয় পতাকা উত্তোলন করে উৎসবের কার্যসূচীর উদ্বোধন করেন।
অত;পর সকাল ১০টায় সংগঠনের প্রধান উপদেষ্টা ও ডাইসিন গ্রুপের চেয়ারম্যান আলহাজ্ব মিজানুর রহমান সাহেবের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন, সাধারণ সম্পাদক আশিক আহমেদ বাপ্পি। সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, পুলিশ সুপার অবঃ আতাউর রহমান, দবিরুল ইসলাম , এ এম নাজমুল ইসলাম, আলাউদ্দিনসহ অন্যান্য গুরুত্ত্বপূর্ণ ব্যক্তিবর্গ।
বক্তব্য শেষে প্রধান উপদেষ্টা মিজানুর রহমান আশিক আহমেদকে সভাপতি ও আবোল কালাম আজাদকে সাধারণ সম্পাদক করে ৪৫ সদস্য বিশিষ্ট তিন বছর মেয়াদী কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়। আগামীতে এই সংগঠনকে আরো শক্তিশালী ও সমৃদ্ধ করে গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন উপস্থিত সকলেই।
দিনব্যাপী জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে উদযাপিত অনুষ্ঠান সঞ্চালনা করেন সাইদুর রহমান।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: