[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ পেশাজীবী ফোরামের বনভোজন ও শিক্ষাশিবির অনুষ্ঠিত

ফয়সাল আহমেদ

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৫, ২০:২৯
আপডেট: ২৬ জানুয়ারি ২০২৫ ১৭:০১

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ জেলা পেশাজীবী ফোরামের উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা ও সদর উপজেলার আয়োজনে বনভোজন ও শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জানুয়ারি) আতাহার মাসুদুল হক ইনস্টিটিউটে সকাল ৯টায় শুরু হয়ে আলোচনা, খেলাধুলা এবং কুইজ প্রতিযোগিতার মাধ্যমে দিনব্যাপী এই অনুষ্ঠান পরিচালিত হয়।
দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের পাঁচ শতাধিক পেশাজীবী ও কর্পোরেট কর্মকর্তারা এই আয়োজনে অংশ নেন।

মোঃ মাইনুল ইসলাম সভাপতিত্বে ও আক্তারুজ্জামান হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মোঃ রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ নজরুল ইসলাম ও মাওলানা আবুজার গিফারী। আরোও উপস্থিত ছিলেন, অধ্যাপক আবু বকর, অধ্যাপক মোঃ মোখলেশুর রহমান এবং মোঃ আবু সাইদ আব্দুল্লাহসহ পেশাজীবী ফোরামের নেতৃবৃন্দ।

প্রধান অতিথি বক্তব্যে রফিকুল ইসলাম বলেন, বিগত সাড়ে ১৫ বছর যে সরকার ছিলো তারা ৭১ এর আগের ইতিহাস গুলো জাতিকে ভূলিয়ে দেয়ার জন্য বিভিন্ন পন্থা অবলম্বন করেন। ব্রিটিশ আমলে হিন্দুদের শাষণ প্রতিষ্ঠিত ছিলো। সেই ধারা আমাদের ওপর আরোপ করা হয়েছে। কিন্তু ২৪ এর গণঅভ্যুত্থানের পর আমরা একটা জায়গায় এসে উপণিত হয়েছি।

তিনি সকলের প্রতি এই ২৪ এর গণঅভ্যুত্থানের পরের সময়টিকে কাজে লাগানোর আহ্বান জানান। তিনি ব্রিটিশ আমলের কিছু ইতিহাস এবং ২৪ এর গণঅভ্যুত্থানের কথা তুলে ধরেন।

অনুষ্ঠানে অতিথিরা শিক্ষার গুরুত্ব এবং নৈতিকতা নিয়ে আলোচনা করেন। পাশাপাশি উপস্থিত সবাইকে ইসলামের সঠিক চর্চা এবং আদর্শ প্রচারের জন্য উৎসাহিত করেন।

উক্ত অনুষ্ঠানে জেলাসহ সদর উপজেলার প্রত্যেকটি শাখার কমিটি ঘোষণা করা হয়। এবং সর্বশেষ অনুষ্ঠিত খেলাধুলার বিজয়ীদের পুরষ্কার প্রদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর