চাঁপাইনবাবগঞ্জে একটি মাদক মামলায় মিজানুর রহমান (২৭) নামে একজনকে যাবজ্জীবন কারাদন্ড সেই সাথে ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাস কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত।
রবিবার (২৬ জানুয়ারি) বিকাল ৪টার দিকে দায়রা জজ মো. মিজানুর রহমান দন্ডিতের উপস্থিতিতে রায় প্রদান করেন।
মিজানুর শিবগঞ্জের নলডুবরি শান্তিমোড় গ্রামের তৈমুর রহমানের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল ওয়াদুদ জানান, ২০২২ সালের ২০ আগষ্ট রহনপুর ব্যাটালিয়নের (৫৯বিজিবি) অভিযানে নিজ বাড়ি থেকে ২ কেজি ৪২০ গ্রাম হেরাইনসহ আটক হয় মিজানুর।
এ ব্যাপারে ওইদিন শিবগঞ্জ থানায় মামলা করেন ৫৯ বিজিবির হাবিলদার ফিরোজ আহমেদ। মামলার তদন্ত কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক মো. নুরন্নবী ২০২২ সালের ৩ নভেম্বর অভিযোগপত্র দাখিল করেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: