চাঁপাইনবাবগঞ্জ ফোরাম, ঢাকা এর উদ্যোগে রহনপুর পৌরসভার শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জানুয়ারি) সকালে রহনপুর নুনগোলায় অবস্থিত বাংলাদেশ জামায়াতে ইসলমীর অফিসে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী চাঁপাইনবাবগঞ্জ ফোরাম, ঢাকা সংগঠন এর চাঁপাইনবাবগঞ্জ জেলার সাধারণ সম্পাদক এ্যাডভোকেট দেলোয়ার হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী ড. মিজানুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতের চাঁপাইনবাবগঞ্জ জেলা কর্মপরিষদের সদস্য তরিকুল ইসলাম বকুল, রহনপুর পৌরসভার আমীর মুনিরুজ্জামান ডাবলু সহ অন্যান্য স্থানীয় প্রতিনিধিবৃন্দ।
উল্লেখ্য, অনুষ্ঠানে একশত শীতার্ত মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: