চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীর সেতুতে টোল আদায়কে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ করেছে অটোরিক্সা চালকরা।
চাঁপাইনবাবগঞ্জের বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন জাহাঙ্গীর সেতুতে টোল আদায়কে কেন্দ্র করে মহাসড়ক অবরোধ করেছে অটোরিক্সা চালকরা। সেতু পারাপারে টোল আদায় বন্ধ করার দাবীতে রাস্তা অবরোধ করেছে অটোরিক্সা শ্রমিকরা।
শনিবার দুপুরে টোলঘর এলাকায় সেতু পারাপারে টোল আদায় বন্ধের দাবীতে রাস্তা অবরোধ করে শ্রমিকরা। এতে সেখানে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।
আন্দোলনরত শ্রমিকরা জানায়, সেতুর শুরু থেকেই টোল দিয়ে আসলেও টোল আদায় শেষ হচ্ছেনা কতৃপক্ষের। টোল কতৃপক্ষের কাছে একপ্রকার জিম্মি চালকরা। এতে অতীষ্ঠ সবাই। একের পর এক পার্টিকে টোল আদায়ের দায়িত্ব দেওয়া হয়। তারা নিজেদের ইচ্ছে মতো টোল আদায় করে। এসব দেখার কেউ নাই। তাই আমরা আন্দোলনে নামতে বাধ্য হয়েছি।
তারা আরোও জানায়, যাত্রীবিহীন অটোরিক্সাগুলোকে ছাঁড় দেওয়ার কথা থাকলেও এখন তাদের কাছ থেকেও টোল আদায় করা হচ্ছে। এতে শ্রমিকদের আয়ের একটা অংশ চলে যায় টোল দিতে দিতেই। এই টোল আদায় বন্ধ করতে হবে।
অটোরিক্সা চালকেদের এই মহাসড়ক অবরোধে একাত্বতা প্রকাশ করছে স্থানীরাও। স্থানীয়রা জানান, এই টোল আমাদের সহ পুরো চাঁপাইনবাবগঞ্জবাসীর জন্য একটা বোঝা হয়ে গেছে।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: