[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

মাহমুদুল তুষার

প্রকাশিত: ২৯ জানুয়ারি ২০২৫, ১৪:৫৩

ছবি- আলোকিত গৌড়

ঢাকা চেম্বার অব কমার্সের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জে গরিব,অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করেছে দি চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স।

বুধবার (২৯ জানুয়ারি) চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ এর নেতৃত্বে আলাতুলি ইউনিয়নের কোদলকাটি এলাকায় শতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়।

কম্বল বিতরণের সময় আব্দুল ওয়াহেদ বলেন, আমরা চাই আমাদের প্রত্যান্ত অঞ্চলসহ সব মানুষ যেনো ভালো থাকে। আমরা যারা ব্যাবসায়ী শিল্পপতি আছি তারা চাইবো, বাংলাদেশের সকল মানুষের জীবনমানের উন্নয়ন হয়, আমরা যেনো সবাই একসাথে ভালো থাকি।

তিনি আরোও বলেন, গত ১৫ বছর আপনারা ভোট দিতে পারেননি, আগামী নির্বাচনে সঠিক ভোট এবং আপনাদের মনের মতো প্রার্থীকে ভোট দিতে পারেন তার জন্য আমরা চেষ্টা করছি।

এসময় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের পরিচালক মো: আব্দুল বারেক, মো: মুনিরুল ইসলাম, বিশিষ্ট ব্যাবসায়ী শামসুল হক গানু, সাবেক কমিশনার মো: জাহাঙ্গীর, আলাতুলি ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান জয়নাল আবেদিনসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং স্থানীয়রা।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর