১৬ বছর যাবত পর্দানশীল নারীদের নাগরিকত্ব বঞ্চিত করে রাখায় প্রতিবাদ সমাবেশ করেছে চাঁপাইনবাবগঞ্জ জেলার পর্দানশীল নারী সমাজ।
বুধবার (২৯ জানুয়ারি) সকালে সদর উপজেলা নির্বাচন কমিশন অফিসের সামনে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বৈষম্যহীন বাংলায় পর্দানশীল নারীদের সাথে বৈষম্য কেন? সমাবেশে এমন প্রশ্ন করেন বক্তারা। সমাবেশে বক্তারা বলেন, আল্লাহ তায়ালা আমাদের ইবাদতের জন্য পৃথীবীতে পাঠিয়েছেন। বাংলাদেশের রাষ্ট্র ধর্ম ইসলাম হওয়ার পরেও কেন আমরা পরিপূর্ণভাবে ইসলাম পালন করে দেশের নাগরিক অধিকার পাবো না?
এই বৈষম্য দুর করার জন্য সংশ্লিষ্ট কতৃপক্ষের প্রতি আহবান জানান তারা।
"এনআইডিতে মুখচ্ছবি বাধ্যতামূলক করা যাবে না" "১৬ বছর যাবত পর্দানশীল নারীদের নাগরিকত্ব বঞ্চিত করা স্বৈরাচারীদের বিচার চাই" "খোদ আমেরিকাতেও ছবিবিহীন আইডি কার্ড আছে" "পরিচয় সনাক্তের জন্য ছবি ব্যাকডেটেড, ফিঙ্গারপ্রিন্ট আধুনিক" এমন নানান ধরনে ব্যানার হাতে নিয়ে সমাবেশে অংশ নেন পর্দানশীল নারীরা।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: