চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার উপর রজারামপুর, শিয়ালা কলোনী ও গণকা মহল্লার মানুষের সন্তানদের নিয়ে আতংকে দিন কাটছে।
খুব ভোর থেকে শুরু করে রাত পর্যন্ত বেপরোয়া চলছে মাটিবাহী ট্রাকটর। অধিকাংশ ট্রাকটরের চালক কিশোর। বরেন্দ্র এলাকার ফসলি জমির উপরি ভাগের উর্বর মাটি কেটে নিয়ে যাচ্ছে এসব ট্রাকটর। আধাঘন্টা দাঁড়ালেই দেখা মিলবে প্রায় অর্ধ শতাধিক ট্রাকটরের।
এ এলাকায় রাস্তার পাশে রয়েছে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ২টি কেজি স্কুল ও ২টি নূরানী মাদ্রাসা এবং একটি বৌবাজার। এসব শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত শিশু শিক্ষার্থীদের অভিভাবকরা থাকেন অজানা আশংকায়। যে কোন সময় ঘটে যেতে পারে মর্মান্তিক দূর্ঘটনা।
এ বিষয়ে সংশ্লিস্ট বিভাগ দ্রুত আইনানুগ ব্যবস্থা নিবেন আশা স্থানীয়দের।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: