বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার উদ্যোগে অমুসলিম তথা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ছাত্রদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) বিকাল ৪ ঘটিকায় রহনপুর আহম্মেদী বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই শীতবস্ত্র প্রদান করা হয়।
শাখা সভাপতি সালাহউদ্দিন সোহাগ এর সভাপতিত্বে ও সেক্রেটারি মো: আব্দুল্লাহ এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাজশাহী মহানগর সভাপতি ও কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য মু. শামীম উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগন্জ জেলা কর্মপরিষদ সদস্য ও জামায়াত মনোনীত রহনপুর পৌর মেয়রপ্রার্থী তরিকুল ইসলাম বকুল সহ অন্যান্য দায়িত্বশীলবৃন্দ।
এতে ৪০ জন দরিদ্র ও মেধাবী অমুসলিম ছাত্রদের মাঝে শীতবস্ত্র উপহার প্রদান করা হয়।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: