[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে টিউবওয়েলের পাশের গর্তে ঢুুবে শিশুর মৃত্যু

নিউজ ডেস্ক

প্রকাশিত: ৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩৪

ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জে টিউবওয়েলের পাশের গর্তের পানিতে ডুবে তাকরিম নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের জয়ন্দিপুর মোন্নাপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

মারা যাওয়া তাকরিম ওই গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রইস উদ্দিন ও সুন্দরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হাবিবুর রহমান জানান, দুপুর ১২টার দিকে পরিবারের অজান্তে বাড়ির পাশে টিউবওয়েলের পাশের গর্তের পানিতে পড়ে যায় শিশু তাকরিম। একপর্যায়ে পরিবারের সদস্যরা তাকে মৃত অবস্থায় উদ্ধার করে।

এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি রইস উদ্দিন।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর