ইসলামী ছাত্রশিবিরের চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার অন্তর্গত নবাবগঞ্জ সরকারি কলেজের উদ্যোগে প্রকাশনা উৎসব শুরু হয়েছে। বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল নয়টায় নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে প্রকাশনা উৎসবের উদ্বোধন করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ শহর শিবিরের সভাপতি মোঃ আব্দুল আজিজের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামী চাঁপাইনবাবগঞ্জ জেলার আমির মাওলানা মোঃ আবু জার গিফারী, নবাবগঞ্জ সরকারি কলেজে ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আমিনুল ইসলাম এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালের মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ ডাঃ আব্দুস সামাদ।
উদ্বোধনের সময় নবাবগঞ্জ সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর ড. মোঃ আমিনুল ইসলাম বলেন, আমাদেরকে নৈতিক মূল্যবোধ সম্পন্ন শিক্ষায় শিক্ষিত হতে হবে। এই জন্য এরকম আয়োজন ভালো একটা উদ্যোগ বলে আমি মনে করি। এতে শিক্ষার্থীদের পড়াশোনার প্রতি আগ্ৰহ তৈরি হবে। আর এখানে যেহেতু ধর্মীয় বই বেশি পাওয়া যাবে, এর ফলে শিক্ষার্থীদের খোদাভীতি, পরকালভীতি ও নৈতিক মূল্যবোধ তৈরি হবে।
চাঁপাইনবাবগঞ্জ শহর শাখা শিবিরের সভাপতি মোঃ আব্দুল আজিজ বলেন, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ নবাবগঞ্জ সরকারি কলেজে প্রকাশনা উৎসবের আয়োজন করা হয়েছে। আমাদের এবারের নববর্ষের প্রকাশনায় জুলাই আন্দোলনকে ধারণ করা এবং স্বরণীয় করে রাখার জন্য সর্বাত্মক চেষ্টা করা হয়েছে। অপসংস্কৃতির বিপরীতে সুস্থ সংস্কৃতির চর্চা করার জন্যই মূলত আজকের আমাদের এই আয়োজন। উদ্বোধনের সময় কলেজের শিক্ষকবৃন্দ, শিবিরের স্থানীয় দায়িত্বশীলসহ সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আলোকিত গৌড়/এম.এইচ.টি
মন্তব্য করুন: