[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

সোনামসজিদ স্থলবন্দরে সীমান্ত বাণিজ্য সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

ফয়সাল আহমেদ

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৮
আপডেট: ০৫ ফেব্রুয়ারি ২০২৫ ২২:০২

চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে সীমান্ত বাণিজ্য সমন্বয় কমিটির আলোচনা সভা

চাঁপাইনবাবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে সীমান্ত বাণিজ্য সমন্বয় কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১ টায় পানামা সোনামসজিদ পোর্ট লিংক লিমিটেডের হলরুমে এই সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় সীমান্ত বানিজ্যের নানা দিক তুলে ধরে আলোচনা করেন রাজশাহী বিভাগীয় কাস্টমস কমিশনার আব্দুল হাকিম, চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, চেম্বারের পরিচালক আলহাজ্ব মোঃ একরামুল হক, চেম্বারের পরিচালক বাহারাম আলী, সোনামসজিদ স্থলবন্দরের সি এ্যান্ড এফ এসোসিয়েশনের আহবায়ক মোঃ মোস্তাক আহমেদ সহ অনান্যরা।

সভায় সোনামসজিদ স্থলবন্দরের আমদানী-রপ্তানি বানিজ্যের গতিশীলতা ও প্রতিবন্ধকতা দূরীকরনের বিষয়ে আলোচনা হয়। এতে বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন সরকারি সংস্থা ও ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈধ যেকোন বিষয়ে পরস্পর সহযোগিতা মূলক আচরণ,  নিরাপত্তা, যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণসহ বন্দরের অবকাঠামো উন্নতির বিষয়ে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের সভাপতি আব্দুল ওয়াহেদ। তিনি বলেন, সোনামসজিদ স্থলবন্দর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্য কেন্দ্র হওয়ায় এর সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করা জরুরি। 

সভায় কাস্টমস কমিশনার আব্দুল হাকিম বন্দরের আমদানি-রপ্তানি প্রক্রিয়ার ডিজিটালাইজেশন, কাস্টমস ক্লিয়ারেন্স সহজীকরণ এবং ব্যবসায়ীদের জন্য সহায়ক নীতিমালা বাস্তবায়নের প্রতিশ্রুতি প্রদান করেন।

নিরাপত্তা জোরদার, ট্রাফিক নিয়ন্ত্রণ এবং ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসনের ভূমিকার কথা তুলে ধরেন অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত। 

এছাড়াও বক্তারা সীমান্তে বাণিজ্যের সুযোগ বাড়াতে বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তার সমাধানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন। বন্দরের কার্যক্রম আরও গতিশীল করতে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর