সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচন আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে সদস্যদের জন্য প্যানেল পরিচিতির আয়োজন করেছে নির্বাচনে অংশ নেয়া আলহাজ্ব মোঃ একরামুল হক প্যানেল কমিটি।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬:৩০ মিনিটে শহরের আলাউদ্দিন চাইনিজ রেস্টুরেন্টে সোনামসজিদ ও রপ্তানিকারক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচন ( ২০২৫ - ২০২৭) আলহাজ্ব মোঃ একরামুল হক প্যানেলের আয়োজনে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয় ।
পরিচিতি সভায় বাবুল হাসনাত দুরুলের সভাপতিত্বে এইসময় একরামুল হক বলেন, সবচেয়ে বড় জিনিস হচ্ছে অনেক দিন পর উৎসবমূখর পরিবেশে নির্বাচন হচ্ছে। ফলসহ যেসকল পণ্যের আমদানি বন্ধ রয়েছে তা চালু করার ব্যবস্থা করা সহ বিগত সময়ে পোর্টের যে সকল উন্নয়ন হয়েছে তা অব্যহত রাখার চেষ্টা করব। দুর্নীতি মুক্ত এলাকা তৈরির উদ্যোগ নিবো। সবাই একসাথে আমরা সকল সমস্যার সমাধান করবো। তিনি সোনামসজিদ পোর্টের বিভিন্ন উন্নয়নের দিকের কথা তুলে ধরেন। সবার কাছে ভোট প্রত্যাশা করে বক্তব্য শেষ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শিল্পপতি মফিজ উদ্দিন, আদর্শ গ্রুপের চেয়ারম্যান সাদিকুল ইসলাম, সিএনএফ এজেন্ট এসোসিয়েশনের আহবায়ক মুস্তাফিজুর রহমান, সাজ্জাদ এন্টারপ্রাইজের মাসুদ রানা। বক্তব্য রাখেন আল-আকসার গ্রুপের সাব্বির হক, নূর এন্টারপ্রাইজের নুরুল ইসলাম, নূরানী এন্টারপ্রাইজের ড. তাকিরুজ্জামান আরিফ এন্ড আরর্ক এন্টারপ্রাইজের আরিফ উদ্দিন ইতি, সাব্বির এন্টারপ্রাইজের মেরাজুল ইসলাম, এসবি মাসুম এন্টারপ্রাইজের মাসুম বিল্লাহসহ প্রমুখ।
এইসময় উপস্থিত বক্তারা বলেন, ব্যবসা হালাল কিন্তু বিভিন্ন প্রতিবন্ধকতার কারনে আমরা হালাল উপায়ে ব্যবসা করতে পারছি না। প্রত্যেকটি খাত দুর্নীতির অন্তর্ভুক্ত। সকল সমস্যার সমাধান করার জন্য আমরা একরামুল হক প্যানেলকে জয়যুক্ত করবো। আপনারা যদি ভালোভাবে, হালাল উপায়ে ব্যবসা করতে চান তাহলে এই একরামুল হক সহ পুরো প্যানেলকে ভোট প্রদান করবেন। পরিশেষে সকল বক্তারা একরামুল হক সহ পুরো প্যানেলকে বিজয়ী করার জন্য ভোট প্রত্যাশা করেন।
আলোকিত গৌড়/এম.এইচ.টি
মন্তব্য করুন: