চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে পেশাজীবী ফোরামের আয়োজনে প্রীতিভোজ ও শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে ।
শুক্রবার (৭ই ফেব্রুয়ারি) উপজেলার কোলাহল কমিউনিটি সেন্টারে চাঁপাইনবাবগঞ্জ জেলা পেশাজীবী ফোরামের সভাপতি মো: মাইনুল ইসলামের সভাপতিত্বে ও শিবগঞ্জ পৌরসভা পেশাজীবী ফোরামের সভাপতি এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা ফোরামের সাংগঠনিক সেক্রেটারি মাওলানা আবুল কালামের সঞ্চালনায় শিবগঞ্জ পৌরসভা এবং শিবগঞ্জ উত্তর ও দক্ষিণ শাখা পেশাজীবী ফোরামের আয়োজনে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক এমপি এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ জেলা নায়েবে আমীর অধ্যাপক লতিফুর রহমান ।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা মো: আব্দুস সবুর । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মো: মোজাম্মেল হক, চাঁপাইনবাবগঞ্জ জেলা যুব বিভাগের সভাপতি ও কানসাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো: শেফাউল মূলক, শিবগঞ্জ উপজেলা জামায়াতের আমীর মাওলানা মো: সাদিকুল ইসলাম, শিবগঞ্জ পৌর জামায়াতের আমীর মো: আবু বকর সিদ্দিক এবং শিশু ও নবজাতক রোগ বিশেষজ্ঞ ডা: মাহফুজ রায়হান ।
অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পেশাজীবী ফোরামের সহ-সেক্রেটারি এবং হরিমোহন সরকারি উচ্চবিদ্যালয়ের সিনিয়র সহকারি শিক্ষক কবি আহমেদ বাশির ।
এসময় একটি বৈষম্যহীন রাষ্ট্র গঠন ও পরিচালনায় ইসলামী আইন প্রতিষ্ঠার গুরুত্ব এবং তা বাস্তবায়নে বিভিন্ন পেশাজীবী মানুষের করণীয় সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বক্তারা ।
সকাল ৯ টায় শুরু হয়ে শিক্ষনীয় বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ এবং আলোচনা ও দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয় ।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: