[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

ন্যাশনাল ডক্টরস ফোরাম চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্যোগে মেডিকেল ভর্তি পরীক্ষায় চান্সপ্রাপ্তদের সংবর্ধনা ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে

মাহমুদুল তুষার

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৩৫
আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০২৫ ১১:০২

ছবি: আলোকিত গৌড়

ন্যাশনাল ডক্টরস ফোরাম চাঁপাইনবাবগঞ্জ শাখার উদ্যোগে মেডিকেলে চান্সপ্রাপ্ত শিক্ষার্থীদের ক্রেস্ট, উপহার সামগ্রী প্রদান এবং ''চিকিৎসা বিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)" শীর্ষক সেমিনার শুক্রবার রাতে চাঁপাইনবাবগঞ্জ সদরের আলাউদ্দিন চাইনিজ রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়।

ন্যাশনাল ডক্টরস ফোরাম চাঁপাইনবাবগঞ্জ শাখার সভাপতি ডা. এ.কে.এম মহিউদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ডা. মো. আব্দুস সামাদের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় যুগ্ম সচিব ডা.মো: জাহাঙ্গীর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ডক্টরস ফোরামের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ডা.মো: রেজাউল করিম, চাঁপাইনবাবগঞ্জ জেলা ড্যাব এর সভাপতি ও বৈষম্য বিরোধী চিকিৎসক সমাজ এর আহ্বায়ক ডাঃ ময়েজ উদ্দিন, ড্যাবের সদস্য সচিব ডাঃ নাসির উদ্দিন, হাড়জোড়,বাত-ব্যাথা ও মেরুদণ্ড বিশেষজ্ঞ এবং সার্জন ডা:মো: ইসমাইল হোসেন, এছারাও জেলার বিভিন্ন পর্যায়ের সিনিয়র ও জুনিয়র চিকিৎসক বৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে চিকিৎসা বিজ্ঞানে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) বিষয়ে বক্তব্য রাখেন রাজশাহী মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. এম মোরশেদ জামান মিয়া এবং রেনেটা পিএলসি এর চিকিৎসা বিষয়ক প্রধান ডা: মো: সিরাজুল ইসলাম।

এইসময় বক্তারা শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা যারা মেডিকেলে চান্স পেয়েছো তোমাদের আগামীদিনের পথচলায় আমাদের সাথে পাবে। কিছু সাংবাদিক এবং সুবিধাবাদীলোক তাদের থেকে সাবধান থাকবে, তারা পারিবারিক অসচ্ছলতার বিষয় মিডিয়ায় তুলে ধরে ফায়দা হাসিল করতে চায়, প্রত্যেকের আত্মসম্মানবোধ আছে। তাই তোমাদের কোন সমস্যা হলে আমাদের কাছে জানাবে আমরা তোমাদের পাশে আছি তোমাদের সকল বিষয়ে সহযোগিতা করবো।

তোমরা মানবতার সেবায় কাজ করবে, কখনো হতাশ হবেনা। রেজাল্ট প্রকাশের রাতে যতোগুলো আল্লাহর সাথে চুক্তি করেছিলে সেগুলো বাস্তবায়ন করলেই হবে। তোমাদের পথচলা সুন্দর হোক।

আলোকিত গৌড়/এম.এইচ.টি

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর