চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পশ্চিম পাঠানাপাড়ায় গৃহবধুকে কুপিয়ে প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়েছে দুর্বৃত্তরা।
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার পশ্চিম পাঠানাপাড়ায় গৃহবধুকে কুপিয়ে প্রায় ৩ লাখ টাকার মালামাল নিয়ে পালিয়েছে চোর। রোববার (৭ জুলাই) ভোর ৪টার দিকে দুরুল হোদার বাড়িতে এই দুধ্বর্ষ চুরির ঘটনা ঘটে।
গৃহবধুকে কুপিয়ে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ ২ লাখ ৮৫হাজার টাকার মালামাল নিয়ে গেছে দুইজন দুর্বৃত্ত। রান্না ঘরের গ্যাস ফ্যান ভেঙ্গে বাড়ির ভিতরে প্রবেশ করে তারা। তাদের ধারালো অস্ত্রের আঘাতে ওই গৃহবধুর হাতের আঙুলের রগ কেটে গেছে। বর্তমানে তাকে রাজশাহী মেডিকলে কলেজ হাসপাতাল থেকে চিকিৎসা শেষ করে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, বাড়ির রান্না ঘরের গ্যাস ফ্যান ভেঙ্গে দুইজন অজ্ঞাত ব্যক্তি বাড়িতে প্রবেশ করার পরে দুরুল হোদার মেয়ের ঘর থেকে ২টি মোবাইল ফোন নেয় তারা। পরে ঘরের আলমারির মালামাল তছনছ করে সেখানে থাকা নগদ ৬৫হাজার টাকা নিয়ে নেয়। এরপর তারা পুত্রবধূর ঘরে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে তাকে জিম্মী করে এবং মারধর করে তার স্বর্ণালংকার নিলে তিনি তাদের বাধা প্রদান করেন। এসময় ওই গৃহবধু ধারালো অস্ত্রের আঘাতে মারাত্মক আহত হন। পরে দুর চোর নগদ টাকা ও স্বর্ণালংকারসহ প্রায় ২লাখ ৮৫হাজার টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।
এঘটনায় সদর থানায় অভিযোগ দায়ের করেছে গৃহকর্তা দুরুল হোদা।
এব্যাপারে সদর থানার ওসি মেহেদী হাসান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে সেটি আসলেই চুরির ঘটনা না নাকি অন্য কিছু তা তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: