সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের ২০২৫-২০২৭ মেয়াদের নির্বাচন আগামী ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। এই উপলক্ষে সদস্যদের জন্য প্যানেল পরিচিতির আয়োজন করেছে নির্বাচনে অংশ নেয়া আলহাজ্ব মোঃ একরামুল হক প্যানেল কমিটি।
বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১০.৩০ মিনিটে শিবগঞ্জ সোনামসজিদ স্থলবন্দরে সোনামসজিদ ও রপ্তানিকারক গ্রুপের দ্বি-বার্ষিক নির্বাচন ( ২০২৫ - ২০২৭) আলহাজ্ব মোঃ একরামুল হক প্যানেলের আয়োজনে এই পরিচিতি সভা অনুষ্ঠিত হয়।
পরিচিতি সভায় মো: কবিরুর রহমান খাঁন (খোকন) সভাপতিত্বে এই সময় একরামুল হক বলেন, নির্বাচিত হলে যে সকল আমদানি বন্ধ আছে তা চালু করবো, আমাদের ঐক্য না থাকার কারণে সমস্যা হচ্ছে, আমরা সকলে একতাবদ্ধ হয়ে সকল সমস্যা সমাধান করবো। গতনির্বাচনে যারা বিজয়ী হয়েছে তারা কোথায় শপথ গ্রহন করেছিলো? আমরা জানতে পারি নায়। তারা আমাদের প্রয়োজন মনে করে নাই। আমরা নির্বাচিত হলে সকলের পরামর্শে এবং মতবিনিময়ের মাধ্যমেই সকল কাজ করবো। যারা এই সংগঠনকে পৈত্রিক সম্পত্তি মনে করে তারাই পরামর্শ ছাড়া কাজ করে তারা এই সংগঠনকে পৈত্রিক সম্পত্তি মনে করে।
তিনি সোনামসজিদ পোর্টের বিভিন্ন উন্নয়নের দিকের কথা তুলে ধরেন। সবার কাছে ভোট প্রত্যাশা করে বক্তব্য শেষ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনামসজিদ আমদানি ও রপ্তানিকারক গ্রুপের প্রতিষ্ঠাতা সদস্য মেরাজুল ইসলাম, বিএইচ ট্রেডিং এন্ড কোং এর বাবুল হাসনাত দুরুল, চেম্বারের পরিচালক দেলোয়ার হোসেন, আমিনুল ইসলাম, নূরানী এন্টারপ্রাইজের ড. তাকিরুজ্জামান, সমাজসেবক ড. আতাউর রহমান, দেশ ইন্টারন্যাশনালের ওমর ফরুক সুমন, পেসনুর ট্রেডার্সের ইনজ্জামুল হক, বিপ্লব সরকার, শুভ ইন্টারপ্রাইজের সাইফুল ইসলাম, মোমিন এন্টারপ্রাইজের আলমগীর মোমিন, সীমান্ত ইম্পেক্সের সেতাউর রহমান, রুবেল এন্টারপ্রাইজের সাদিকুল ইসলাম, বিভা এন্টারপ্রাইজের ফারুকুল ইসলাম বাবু।
অনুষ্ঠান সঞ্চাচলনা করেন চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক নূর আমিন।
বক্তব্য রাখেন আল-আকসার গ্রুপের সাব্বির হক, নূর এন্টারপ্রাইজের নুরুল ইসলাম, আরিফ এন্ড আরর্ক এন্টারপ্রাইজের আরিফ উদ্দিন ইতি, সাবেক চেম্বাররর পরিচালক জামাল উদ্দিন, শাহবাজপুর ইউপির সাবেক মেম্বার তরিকুল ইসলাম, এসবি মাসুম এন্টারপ্রাইজের মাসুম বিল্লাহসহ প্রমুখ।
পরিশেষে সকল বক্তারা একরামুল হক সহ পুরো প্যানেলকে বিজয়ী করার জন্য ভোট প্রত্যাশা করেন।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: