[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে

তারুণ্যের উৎসব ক্রিকেট টুর্নামেন্টে বাগবিতণ্ডা

ফয়সাল আহমেদ

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২২:১৭

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে বাগবিতণ্ডার ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (১৩ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে শহরের পুরাতন স্টেডিয়ামে এই ঘটনা ঘটে। পুলিশের দাবি, খেলায় শিক্ষার্থীদের মধ্যে স্লেজিংকে কেন্দ্র করে ঘটনাটির সূত্রপাত।


সংশ্লিষ্টরা জানিয়েছেন- গতকাল বুধবার তারুণ্যের উৎসব উপলক্ষে জেলা প্রশাসনের আয়োজনে টি-টেন ক্রিকেট টুনার্মেন্টের উদ্বোধন করা হয়। টুনার্মেন্টির দ্বিতীয় দিনে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউট ও শাহনেয়ামতুল্লাহ ডিগ্রী কলেজের শিক্ষার্থীরা ক্রিকেট খেলায় অংশ নেয়। খেলার শেষ দিকে দুই কলেজের শিক্ষার্থীরা বিবাদে জড়ায়। একপর্যায়ে তাদের মাঝে বাগবিতণ্ডা হলে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষক আজিজুর রহমান তাদের থামাতে আসেন। তখনই শাহনেয়ামতুল্লাহ কলেজের শিক্ষার্থীরা ওই শিক্ষককে শারিরীকভাবে লাঞ্ছিত করেন।

এ খবর পেয়ে পলিটেকনিকের প্রায় শতাধিক শিক্ষার্থী স্টেডিয়ামে এসে অবস্থান নেয়। পরে সেখানে পুলিশ উপস্থিত হয়। এ সময় শিক্ষার্থীদের পক্ষ থেকে পুলিশ সুপারের সঙ্গে কথা বলে জেলা প্রশাসকের কার্যালয়ের অভিমুখে রওনা হয়। পরে ওই দুই কলেজের শিক্ষক, শিক্ষার্থীরা জেলা প্রশাসক মো. আব্দুস সামাদের সঙ্গে কথা বলেন।

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইন্সটিটিউটের শিক্ষার্থী সামিউল সাদমান জানান, ক্রিকেট টুনার্মেন্টের আয়োজকরা নিয়ম অনুযায়ী খেলা পরিচালনা করছিল না। শাহ নেয়ামতুল্লাহ কলেজের পক্ষ নিয়ে তারা খেলা পরিচালনা করছিল। আমরা এসবের প্রতিবাদ করতে গেলে সেখানে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে আমাদের শিক্ষককে লাঞ্ছিত করা হয়।
তিনি আরও বলেন, আমাদের শিক্ষককের গায়ে হাত দেয়াকে মানতে পারিনি। আমরা এটার বিচার চাইতে ডিসি অফিসে এসেছি।

সায়েমুল নামে আরেক শিক্ষার্থী বলেন, খেলাটি শেষের দিকে ঝামেলা হওয়ায় কোন ফলাফল ঘোষণা হয়নি, বন্ধ হয়ে গিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মো: আব্দুস সামাদ বলেন, ছাত্রদের কাছ থেকে সবকিছু শুনলাম। দোষীরা যাতে বিচারের আওতায় আসে সেজন্য অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহ্বায়ক করে ৫ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। আগামি ১৯ তারিখের মধ্যে তদন্ত কমিটিকে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

তিনি আরও বলেন, খেলাটি বন্ধ হচ্ছে না, আগামিকাল শুক্রবার টি-টেন ক্রিকেট টুনার্মেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর