[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে চলছে দিনব্যাপী “পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান”

জাহিদুর রহমান

প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৯

ছবি- আলোকিত গৌড়

“শীতের কুয়াশায় জমবে মেলা, পিঠা উৎসব সারাবেলা” স্লোগানে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজে তারুণ্যের উৎসব- পিঠামেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সকালে চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজ মাঠে এই পিঠা মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মোঃ মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানের উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. বিপ্লব কুমার মজুমদার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামাতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলার নায়েবে আমির ওর সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা আমির মাওলানা মোহাম্মদ আবুজার গিফারী , নবাবগঞ্জ সিটি কলেজের অধ্যক্ষ মোঃ তারিকুল ইসলাম নয়ন, শাহ নেয়াতুল্লাহ কলেজের অধ্যক্ষ মোঃ কামরুজ্জামান। এ সময় চাঁপাইনবাবগঞ্জ সরকারি মহিলা কলেজের শিক্ষকবৃন্দ সহ চাঁপাইনবাবগঞ্জের অন্যান্য কলেজের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পিঠা মেলায় ১২টি স্টলে হরেকরকম পিঠা নিজ হাতে তৈরি করে বিক্রি করছে শিক্ষার্থীরা। 

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর