চাঁপাইনবাবগঞ্জের মেডিকেল রোডে অবস্থিত বসুন্ধরা ক্লিনিকে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল থেকে এই ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়ে সন্ধ্যা পর্যন্ত চলে এই ফ্রি মেডিকেল ক্যাম্প।
মেডিসিন, নিউরোমেডিসিন, ডায়াবেটিস, বাত-ব্যথা চর্ম ও যৌন রোগে অভিজ্ঞ ডাক্তার মোঃ জহির রায়হান, গ্যাস্ট্রোএন্টারোলজি রোগে অভিজ্ঞ ডাক্তার মোঃ মুহশিউল আলম (মেরাজ), সার্জারী বিভাগের ডাক্তার মোঃ মশিউর রহমান মানিক, মেডিসিন-চর্ম ও যৌনরোগে অভিজ্ঞ ডাক্তার মোঃ আব্দুল কাদের, গাইনী ও প্রসূতি রোগে অভিজ্ঞ ডাক্তার মেহেরুন নিসা, গাইনী ও প্রসূতি রোগে অভিজ্ঞ ডাক্তার তানজিলা আহমেদ নীলিমা, পেইন মেডিসিন অভিজ্ঞ ডাক্তার মোঃ মাইনুল ইসলাম এবং হাড়-জোড় বিশেষজ্ঞ ও সার্জন ডাক্তার মোঃ নাসির উদ্দিন সেখানে চিকিৎসা সেবা প্রদান করছেন।
বসুন্ধরা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারের পরিচালক রজব আলী বলেন, আমরা সবার কাছে আমাদের সেবা পৌছে দেওয়ার জন্য এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছি। আমরা নুন্যতম পরীক্ষা-নীরিক্ষার মাধ্যমে রোগীদের রোগ চিন্হিত করে চিকিৎসা দেওয়ার বিষয়ে দৃষ্টি রেখেছি। যাতে রোগীরা অতিরিক্ত কোন টেস্টের বিড়ম্বনায় না পড়েন। আমরা বিশেষ করে গরিবদের সহযোগিতার জন্য এই মেডিকেল ক্যাম্প করে থাকি। সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত প্রায় সাড়ে তিনশ জনেরও অধিক রোগী রেজিষ্ট্রেশন করে বলে জানিয়েছেন তিনি।
তিনি আরোও বলেন, রোগীদের সঠিক চিকিৎসা এবং সঠিকভাবে রোগ নির্ণয় করার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করি। আমরা ২৪ ঘন্টা রোগীদের চিকিৎসা প্রদান করে থাকি।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: