নাচোল উপজেলার ২ নং ফতেপুর ইউনিয়নের শিক্ষার্থীদের নিয়ে গড়া স্বেচ্ছাসেবী সংগঠন ‘আস্থা ফাউন্ডেশন’র উদ্যোগে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ঈদ উপহার পেল অর্ধশতাধিক অসচ্ছল পরিবার । অসহায় দরিদ্রের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে রয়েছে- আটা, চিনি, তেল, লাচ্চা, নুডলস, পাপর, বুন্দিয়া,
রবিবার (১৬ জুলাই) চাঁপাইনবাবগঞ্জ জেলার নাচোল উপজেলা অন্তর্ভুক্ত ফতেপুর ইউনিয়নের দিয়ার খোলসী, চাঁদপাড়, উত্তর মল্লিকপুর গ্রামের ৬৩ টি হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সভাপতি মোঃ আলী আকবর । প্রধান উপদেষ্টা হাফেজ মোঃ জাহাঙ্গীর আলম , উপদেষ্টা হাফেজ মোঃ হাবিবুর রহমান, সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কারিম, পরিচালক মোঃ আসিক আলী , সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মেসবাউল হক, সহ-সভাপতি হাফেজ মোঃ সামিম রেজা ।
এছাড়া শুভাকাক্ষী ও সদস্য বিন্দু মোঃ সাকিল আহমেদ, মোঃ আব্দুল্লাহ, মোঃ শুভ চৌধুরী, মোঃ আব্দুল আজিম, মোঃ জুরায়েজ আলী, মোঃ তানভীর আহমেদ, মোঃ বাদশা আলী, মোঃ সামিউল ইসলাম, মোঃ সিফাত আলী, আসিক আলী, তানভীর আহমেদ, নিসাত আলী, আল আমিন, হাফেজ মামুন আর রশিদ, রাসেল আলী, মারুফ হাসান, জুয়েল রানা সহ সকল সদস্য।
আস্থা ফাউন্ডেশন এর সভাপতি মোঃ আলী আকবর বলেন, এলাকার হতদরিদ্র ও অসহায় মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করতে আমাদের এই ব্যতিক্রমী উদ্যোগ। সংগঠনের সদস্য, প্রবাসী, ও এলাকার বিত্তবানদের সহযোগিতায় এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়। আমাদের এই সংগঠন মানব কল্যানে সবসময় নিয়োজিত থাকিবে। ইনশাল্লাহ আগামীতেও এ কার্যক্রম আমরা অব্যাহত রাখবো । আপনাদের কাছে আহ্বান যে আপনারাও আপনাদের এলাকার যুবকদের এমন কাজে উৎসাহিত করবেন এবং সার্বিক সহযোগিতা করে পাশে থাকবেন । যে কোন বিশেষ প্রয়োজনে আমাদের সাথেও যোগাযোগ করবেন ।
উপদেষ্টারা বলেন, খোলসী গ্রামের কিছু যুবক ছাত্ররা একটি সেচ্ছাসেবী সংগঠন আস্থা ফাউন্ডেশন তৈরী করে ২০২০ সাল থেকে সমাজ সেবা মূলক কাজ করছে আলহামদুলিল্লাহ । যেই বয়সের ছেলেরা অনলাইন গেইমে ব্যস্ত থাকার কথা, সেই বয়সের ছেলেরা সমাজের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। আমরা আশা করছি তাদের এই মহান কাজ অব্যহত থাকবে।
ঈদসামগ্রী পেয়ে এক মহিলা বলেন, কুরবানির ঈদের আগে ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী পেয়ে খুব খুশি। আমাদের মতো গরীব মানুষের এই উচ্চ মুল্যের বাজারে ঈদের দিনে কোনো কিছু কিনে খাওয়া স্বপ্নের মতো । যারা আমাদের এই স্বপ্ন পূরন করেছে তাদের জন্য আমরা মন খুলে দোয়া করি । এরা যেন প্রতি বছর আমাদের সাহায্য করতে পারে এই দোয়া করি।
মন্তব্য করুন: