[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির নব-নির্বাচিত কমিটিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:১৬

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতির, ২৪ ফেব্রুয়ারি অনুষ্ঠিত কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি পদে আলহাজ্ব মহম্মদ ইসাহাক ও সাধারণ সম্পাদক পদে মোহাঃ মাহমুদুল ইসলাম (কনক) সহ নির্বাচিতদের উষ্ণ অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর চাঁপাইনবাবগঞ্জ জেলা আমীর মাওলানা আবু জার গিফারী এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা সেক্রেটারি অধ্যাঃ মাওঃ আবু বকর।

যৌথ শুভেচ্ছা বিবৃতিতে জামায়াত নেতৃদ্বয় আশাবাদ ব্যক্ত করে বলেন, সদস্যদের প্রত্যক্ষ ভোটে প্রতিযোগীতামুলক নির্বাচনে নবনির্বাচিত আইনজীবী নেতৃত্ব দেশ সংস্কারের এই সময়ে জাতীয় স্বার্থ রক্ষা, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব অটুট রাখা, গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ এবং মানবাধিকার প্রতিষ্ঠাসহ দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় ঐতিহাসিক ভূমিকা পালন করবেন।

বেঞ্চ ও বারের মধ্যে ভারসাম্যপূর্ন সস্পর্ক রক্ষা, বারের উন্নয়ন ও নবীন আইনজীবীদের দক্ষতা বৃদ্ধির জন্য ভূমিকা রাখবেন। একই সাথে দেশি-বিদেশি সকল চক্রান্ত-ষড়যন্ত্র রুখে দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করতে কান্ডারীর ভূমিকা পালন করবেন সেই আশাবাদ ব্যাক্ত করেন।

আলোকিত গৌড়/এম.এইচ.টি

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর