পবিত্র মাহে রমাদানকে স্বাগত জানাতে ও এর পবিত্রতা রক্ষার আহবান জানিয়ে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে এক বর্ণাঢ্য র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (০১ মার্চ ২০২৫) সকাল ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা মডেল মসজিদ থেকে বর্ণাঢ্য র্যালিটি যাত্রা শুরু করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা ইসলামিক ফাউন্ডেশন কার্যলয়ে সমাপনী বক্তব্যের মাধ্যমে র্যালিটি শেষ হয়।
সমাপনী বক্তব্যে বক্তারা রামাদানের গুরুত্ব, তাৎপর্য, পবিত্রতা রক্ষার বিষয় নিয়ে আলোচনা করেন৷ পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধগতির লাগাম টানতে সরকারের প্রতি আহবান জানান।
র্যালিতে ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী, বিশিষ্ট আলেম-উলামা ও ধর্মপ্রাণ সাধারণ মুসলমান আংশগ্রহন করেন৷ আয়োজকরা জানান, পবিত্র মাহে রমাদান উপলক্ষে এ ধরনের অনুষ্ঠান প্রতি বছর আয়োজন করেন৷
আলোকিত গৌড়/এম.এইচ.টি
মন্তব্য করুন: