চাঁপাইনবাবগঞ্জ জেলা সুজনের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অবনতিশীল আইনশৃঙ্খলা পরিস্থিতির দ্রুত উন্নয়ন এবং সংস্কারের মধ্য দিয়ে গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের দাবিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
শনিবার (১ মার্চ) সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্বরে এ কর্মসূচিটি পালন করা হয়। মানববন্ধনটি সুজনের জেলা সভাপতি আসলাম কবিরের সভাপতিত্বে এবং সদর উপজেলা মহিলা বিষয়ক সম্পাদক তাশনিয়া রাব্বি নিশির সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন সুজন-সুশাসনের জন্য নাগরিকের জেলা সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন জুয়েল, জেলা অফিস সম্পাদক ফারুক হোসেন, পৌর সভাপতি জামশেদ আলি, সদর উপজেলা সভাপতি এড. নূরে আলম সিদ্দিকী আসাদ, পৌর সিনিয়র সহ-সভাপতি ডা. আব্দুস সামাদ, পৌর সাধারণ সম্পাদক আব্দুল ওহাব, সদর উপজেলা সিনিয়র সহ-সভাপতি ডা. ইসমাইল হোসেন, সাধারণ সম্পাদক জারিফ হোসেন, নাচোল উপজেলা সভাপতি আব্দুর রউফ প্রমুখ।
বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য প্রশাসনের কোনো কার্যকর পদক্ষেপ পরিলক্ষিত হচ্ছে না। তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জে বেশ কয়েকটি ঘটনার পরেও কোনো সঠিক পদক্ষেপ নেওয়া হয়নি। বক্তারা সুস্থ তদন্ত সাপেক্ষে দ্রুত দোষীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান।
মানববন্ধন শেষে জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে একটি র্যালি শুরু হয়ে নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে গিয়ে সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
আলোকিত গৌড়/এম.এইচ.টি
মন্তব্য করুন: