[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

রহনপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে শিবিরের স্বাগত র‍্যালি

মোঃ দুলাল হোসাঈন

প্রকাশিত: ১ মার্চ ২০২৫, ২২:২১
আপডেট: ০১ মার্চ ২০২৫ ২২:০৩

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার উদ্দ্যোগে এক বিশাল স্বাগত র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১মার্চ) বিকালে রহনপুর আহম্মেদী বেগম (এবি) সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে র‍্যালিটি শুরু হয়ে ষ্টেশন বাজার প্রদক্ষিণ করে রহনপুর কলেজ মোড়ে পথসভার মাধ্যমে শেষ হয়।

চাঁপাইনবাবগন্জ জেলা পূর্ব শাখা শিবির সভাপতি সালাউদ্দিন সোহাগের সভাপতিত্বে ও সেক্রেটারি আব্দুল্লাহর সন্ঞালনায় উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার শিবিরের সাবেক সভাপতি আব্দুল মোহাইমেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা পূর্ব শাখার সাবেক শিবির সভাপতি মুক্তারুল ইসলাম, চাঁপাই নবাবগঞ্জ জেলা শহর শাখার সাবেক সভাপতি আব্দুর রাকিব সহ বিভিন্ন সাংগঠনিক থানা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তব্যে সভাপতি সালাউদ্দিন সোহাগ বলেন - "এই রমজানের উপকারিতা শুধু মুসলমানদের জন্য নয়, এর উপকারিতা সার্বজনীন। আমরা নিজেরা রমযানের পবিত্রতা রক্ষা করব এবং অন্যকেও রাখার প্রচেষ্টা করব"

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর