প্রশাসন ক্যাডার কর্তৃক বৈষম্যমূলকভাবে সাময়িক বরখাস্তের প্রতিবাদ ও আন্তঃক্যাডার বৈষম্য নিরসনের দাবিতে পূর্ণদিবস কর্মবিরতি ও মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জ আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ।
রবিবার (২ মার্চ) সকাল ১১ টার সময় চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এতে উপস্থিত ছিলেন ডা. আব্দুস সামাদ, ডা. আব্দুল মজিদ, ডা. ইসমাইল হোসেন, ডা. মাসুদ পারভেজ, ডা. মাহফুজ রায়হান প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, বিভিন্ন ক্যাডারের ভাইদের অন্যায় ভাবে সাময়িক বরখাস্ত করা হয়েছে। প্রশাসকে আমরা বলতে চাই এই নতুন বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ। এই নতুন বাংলাদেশ কোটা বিরোধী বাংলাদেশ। এই নতুন বাংলাদেশ সমতার বাংলাদেশ সুতরাং সমতার ভিত্তিতেই বাংলাদেশ চলবে৷ তাই আমরা প্রশাসনের প্রতি আহবান জানাই যাদের অন্যায়ভাবে বরখাস্ত করা হয়েছে তাদের বহিষ্কার প্রত্যাহার করে আমাদের দাবি মেনে নেওয়ার নিন। যদি তা না হয় তবে আমরা কঠোর আন্দোলনের মাধ্যমে আমাদের দাবি আদায় করবো এবং ফ্যাসিবাদের সকল দোসরদের উৎখাত করবো।
উল্লেখ্য এই মানববন্ধনে উপস্থিত ছিলেন, স্বাস্থ্য ক্যাডার, শিক্ষা ক্যাডার, মৎস্য ক্যাডার, কৃষি ক্যাডার, প্রাণী সম্পদ বিভাগ প্রমূখ।
আলোকিত গৌড়/এম.এইচ.টি
মন্তব্য করুন: