[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে পিন্টু হত্যা মামলায় নিরীহ গ্রামবাসীকে জড়ানোর প্রতিবাদে মানববন্ধন

ফয়সাল আহমেদ

প্রকাশিত: ২ মার্চ ২০২৫, ১৪:৪৭
আপডেট: ০২ মার্চ ২০২৫ ১৫:০৩

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জের চরবাগডাঙ্গায় র‍্যাব-পুলিশের সোর্স আব্দুল হাকিম পিন্টু হত্যা মামলায় নিরীহ গ্রামবাসীকে জড়ানোর প্রতিবাদে স্থানীয় বাসিন্দারা মানববন্ধন করেছেন।

রবিবার (২ মার্চ) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে চরবাগডাঙ্গা ইউনিয়নবাসীর ব্যানারে এই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে নিহত আব্দুল হাকিম পিন্টুর স্ত্রী পারভিন বেগম, মেয়ে সীমা খাতুন, টিপু সুলতান কলেজের শিক্ষক মনিরা খাতুন, নুরুল ইসলামসহ স্থানীয় বাসিন্দারা বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করেন, স্থানীয় আওয়ামী লীগ নেতা ওমর আলী, জুয়েল মেম্বার ও নুরুল ইসলামের ইশারায় চরবাগডাঙ্গায় র‍্যাব-পুলিশের সোর্স আব্দুল হাকিম পিন্টুকে হত্যা করা হয়েছে। অথচ মামলায় নিরীহ গ্রামবাসীকে জড়িয়ে হয়রানি করা হচ্ছে। তারা অবিলম্বে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানান।

নিহত পিন্টুর স্ত্রী পারভিন বেগম বলেন, "আমার স্বামীকে হত্যা করা হয়েছে, কিন্তু এর পরিবর্তে নিরীহ মানুষদের হয়রানি করা হচ্ছে। আমরা ন্যায়বিচার চাই।"

মানববন্ধনে অংশগ্রহণকারীরা প্রশাসনের কাছে জোর দাবি জানান, যেন এই মামলার সুষ্ঠু তদন্ত করা হয় এবং প্রকৃত অপরাধীদের দ্রুত আইনের আওতায় আনা হক। তারা আরও বলেন, নিরীহ মানুষদের হয়রানি বন্ধ করে ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর