"তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চাঁপাইনবাবগঞ্জের নাচোলে যথাযোগ্য মর্যাদায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিসের যৌথ আয়োজনে রবিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য রযালি বের হয়। র্যালীটি পৌর এলাকার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা মিনি কনফারেন্স রুমে এসে শেষ হয়। সেখানে নির্বাহী অফিসার নীলুফা সরকারের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন উপজেলা নির্বাচন অফিসার দুলাল হোসেন। এছাড়া বক্তব্য রাখেন নাচোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম, কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকারিয়া আল মেহেরাব, কৃষি অফিসার সলেহ্ আকরাম, সিনিয়র মৎস্য অফিসার ইমরুল কায়েস, জনস্বাস্থ্য প্রকৌশলী কর্মকর্তা মাহবুব আলম, পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা হাবিবুর রহমান, তথ্য অফিসার সোহেল রানা, মহিলা বিষয়ক কর্মকর্তা প্রভাতী মাহাতোসহ বিভিন্ন পেশাজীবী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে বক্তারা জাতীয় ভোটার দিবসের গুরুত্ব তুলে ধরে বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়ায় সকল নাগরিকের ভোটাধিকার চর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুন ভোটারদের সচেতনতা বৃদ্ধির জন্য এমন উদ্যোগ আরও বেগবান করা উচিত বলে মত দেন বক্তারা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে ভোটাধিকার ও গণতন্ত্র নিয়ে সচেতনতামূলক পরামর্শ প্রদান করা হয়।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: