চাঁপাইনবাবগঞ্জের রাণীহাটি ডিগ্রি কলেজের সামনে জো'ড়া খুনের মামলার আসামির প্রদত্ত তথ্য অনুসারে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ঢোড়বোনা পশ্চিমপাড়া কবরস্থানে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জের রাণীহাটি ডিগ্রি কলেজের সামনে জো'ড়া খুনের মামলার আসামির প্রদত্ত তথ্য অনুসারে শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের ঢোড়বোনা পশ্চিমপাড়া কবরস্থানে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনটি ককটেল উদ্ধার করা হয়েছে।
আজ মঙ্গলবার সকাল ১০ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত শিবগঞ্জ থানা পুলিশ, গোয়েন্দা শাখা ডিবি ও রাজশাহী থেকে আগত বো'ম ডি'স্পো'জা'ল ইউনিট উদ্ধার অভিযানে পৃথক ৩টি স্থান থেকে ২৯ টি ককটে'ল উদ্ধার করা হয়েছে।
এ সময় পর পর দুটি স্থানে ৪ টি ককটেলর বিস্ফোরণ ঘটে।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: