চাঁপাইনবাবগঞ্জে জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য ১ টাকায় ইফতারের দোকান উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৪ মার্চ) বিকেল ৪টায় নবাবগঞ্জ সরকারি কলেজের সামনে আনুষ্ঠানিকভাবে এই ইফতারের দোকান উদ্বোধন করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মোঃ রুমন এবং চাঁপাইনবাবগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ।
উদ্বোধনের সময় মোঃ রুমন বলেন, "দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং মরহুম মোঃ আনোয়ার হোসেনের রুহের মাগফিরাত কামনায় এই ইফতার কর্মসূচি চালু করা হয়েছে। এই কর্মসূচি মূলত অসহায় ও ছিন্নমূল মানুষের জন্য হলেও যে কেউ ১ টাকা দিয়ে ইফতার সামগ্রী গ্রহণ করতে পারবেন।"
এই উদ্যোগের মাধ্যমে জেলার অসহায় ও ভাসমান মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি সমাজের বিভিন্ন স্তরের মানুষকে একত্রিত করার চেষ্টা করা হচ্ছে। ইফতার কর্মসূচিটি শেষ রোজা পর্যন্ত চলবে বলে জানান তিনি।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: