চাঁপাইনবাবগঞ্জে ট্রলির ধাক্কায় মাসুদ রানা (২৮) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। নিহত মাসুদ শিবগঞ্জ উপজেলার রানীনগর এলাকার মৃত আয়নাল হকের ছেলে।
বুধবার (৫ মার্চ) সকালে শিবগঞ্জ উপজেলার মনাকষা ইউনিয়নের বনকুল মোড়ে এই দূর্ঘটনা ঘটে।
মনাকষা ইউনিয়ন পরিষদের সদস্য জেম আলী জানান, সকালে মাসুদ মোটরসাইকেল যোগে মনাকষা থেকে শিবগঞ্জে যাওয়ার পথে বনকুল মোড়ে ট্রলির সাথে ধাক্কা লাগে। এতে মাসুদ গুরুতর আহত হয়ে মারা যায়। বর্তমানে তার মরদেহ বাড়িতে রয়েছে। শিবগঞ্জ আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আজিজুল হক বলেন, ' সকালে স্থানীয়রা আহত অবস্থায় একজনকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজে (রামেক) স্থানান্তর করা হয়।
এদিকে শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া বলেন, ' ঘটনা শুনার পর পুলিশ পাঠানো হয়েছে। হাসপাতালর থেকে তাকে রেফার্ড করা হয়েছে। তবে মারা যাওয়া কোন তথ্য আমার কাছে নেই বলেও জানান ওসি।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: