[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

রমজান উপলক্ষে সালেহা ফাউন্ডেশনের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

আসাদুল্লাহ

প্রকাশিত: ৭ মার্চ ২০২৫, ১০:১৬

ছবি- আলোকিত গৌড়

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের লক্ষিপুর গ্রামে অবস্থিত সালেহা ফাউন্ডেশন মেডিকেল সেন্টারের উদ্যোগে হতদরিদ্র মুসলিম পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৭ মার্চ) সকালে ফাউন্ডেশনের নিজস্ব সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে ৬৮টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। ফাউন্ডেশনের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সহায়তায় প্রতিটি পরিবারকে প্রায় ১১০০ টাকা মূল্যের একটি প্যাকেজ দেওয়া হয়, যার মধ্যে ছিল— চাল ৫ কেজি, আটা ২ কেজি, চিনি ১ কেজি, তেল ১ লিটার, ডাল ১ কেজি, খেজুর ৫০০ গ্রাম এবং মুড়ি ৫০০ গ্রাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সালেহা ফাউন্ডেশন মেডিকেল সেন্টারের সদস্য সিরাজুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. এ এইচ এম তোহরুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— জাবালুননূর আল জামিয়াতুল ইসলামিয়া মাদ্রাসার অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাফেজ আব্দুল আলীম, লক্ষিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক রাজিকুল ইসলাম এবং বারঘরিয়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ড মেম্বার সবর আলীসহ প্রমুখ।

অনুষ্ঠানটি পরিচালনা করেন সালেহা ফাউন্ডেশন মেডিকেল সেন্টারের সদস্য আব্দুর রহমান সুমন।

প্রধান অতিথির বক্তব্যে ডা. তোহরুল ইসলাম বলেন, "আমি ছোটবেলা থেকে এই গ্রামে বেড়ে উঠেছি। আমার সাধ্যের মধ্যে সর্বোচ্চ সহযোগিতা দিয়ে গ্রামের মানুষের পাশে থাকতে চাই। আমার জন্য এবং আমার আম্মার জন্য দোয়া কামনা করছি।"

অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে এই মহতী কার্যক্রমের সমাপ্তি ঘটে।

আলোকিত গৌড়/আ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর