alokitogour@gmail.com বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫
১১ বৈশাখ ১৪৩২

নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে ৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

ফয়সাল আহমেদ

প্রকাশিত: ৭ মার্চ ২০২৫, ২৩:২৮

ছবিঃসংগ্রহীত

ছবিঃসংগ্রহীত

শুক্রবার (৭ মার্চ) বিকাল ৪টার দিকে কলেজের শহীদ মিনারের পিছনে একটি শপিং ব্যাগে পরিত্যক্ত অবস্থায় ককটেল সাদৃশ্য বস্তু পাওয়ার খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়।

নবাবগঞ্জ সরকারি কলেজ থেকে ৫টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

 শুক্রবার (৭ মার্চ) বিকাল ৪টার দিকে কলেজের শহীদ মিনারের পিছনে একটি শপিং ব্যাগে পরিত্যক্ত অবস্থায় ককটেল সাদৃশ্য বস্তু পাওয়ার খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। 

 

পুলিশ সেখানে গিয়ে ৫টি ককটেল উদ্ধার করে এবং সেগুলো পানিতে রেখে নিষ্ক্রিয় করে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

 

চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মতিউর রহমান জানান, কে বা কারা এই ককটেলগুলো রেখেছিল তা খুঁজে বের করার জন্য পুলিশ অনুসন্ধান চালাচ্ছে। এই ঘটনায় কলেজ ক্যাম্পাসে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। 

 

এই ধরনের ঘটনা শিক্ষা প্রতিষ্ঠানের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে এবং স্থানীয় প্রশাসন ও পুলিশের তৎপরতা বাড়ানো প্রয়োজন বলে মনে করা হচ্ছে।

আলোকিত গৌড়/এফ.এ

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর