চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার চামুশা গ্রামের মোঃ কাউসার আলীর (৫৫) বাড়িতে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার চামুশা গ্রামের মোঃ কাউসার আলীর (৫৫) বাড়িতে আগুন লেগে সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার (৮ মার্চ) রাত ৯টার দিকে বাড়ির রান্নাঘরের চুলা থেকে এই আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন বাড়ির সদস্যরা।
আগুনের খবর পেয়ে ভোলাহাট উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন এবং এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। স্থানীয় সূত্রে জানা যায়, আগুন লাগার সময় বাড়িতে কোনো মানুষ ছিল না। পরিবারের সবাই তারাবির নামাজ আদায় করতে মসজিদে গিয়েছিলেন। হঠাৎ প্রতিবেশীরা আগুন দেখতে পেয়ে চিৎকার করে সবাইকে সতর্ক করেন। এলাকাবাসী দ্রুত ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন।
বাড়ির মালিক কাউসার আলীর সাথে কথা বলে জানা যায়, তার বাড়িতে থাকা ১১টি গরুর মধ্যে ৭টি গরু, ২টি ছাগল, হাঁস-মুরগি, নগদ ৬ লক্ষ টাকা, স্বর্ণালংকার, ৫০ মণ ধান এবং বাড়ির প্রয়োজনীয় সকল জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেছে। আনুমানিক ক্ষতির পরিমাণ প্রায় ৩০ লক্ষ টাকা।
এসময় ভোলাহাট উপজেলা ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মোঃ গোলাম মোস্তফা জানান, আগুন লাগার খবর পাওয়ার ২০ মিনিটের মধ্যে তারা ঘটনাস্থলে পৌঁছান এবং আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে নির্দিষ্ট কোনো উদ্ধারকৃত মালামালের পরিমাণ তিনি জানাতে পারেননি।
এলাকাবাসী কাউসার আলীর এই ক্ষতি পূরণে সরকারি সহযোগিতা কামনা করেছেন।
আলোকিত গৌড়/এফ.এ
মন্তব্য করুন: