ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতকরণের দাবীতে এবং নারী ও শিশুদের উপর সহিংসতা রোধে "চৌডালার নিপীড়ন বিরোধী শিক্ষার্থী ও জনতা"- এর আয়োজনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
সোমবার (১০মার্চ) সকাল ১০ টার সময় বিক্ষোভ মিছিলটি চৌডালা জোহুর আহমেদ মিঞা কলেজ থেকে শুরু হয়ে চৌডালা মাদ্রাসা মোড়, চৌডালা বাজার, গুজোরঘাট প্রদক্ষিণ করে চৌডালা কলেজে শেষ হয়।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন আরিফুল ইসলাম, মাহিদুর রহমান, হাফেজ আসাদুল্লাহ, সিফাতুল্লাহ, মিলন এবং প্রধান অতিথির বক্তব্য রাখেন আব্দুল্লাহেল সাদী স্যার।
বক্তারা সরকারের নিকট অতি দ্রুত ধর্ষকদের সর্বোচ্চ শাস্তির দাবী জানান। ছয় মাস, তিন মাস নয় রমজানের মধ্যেই শিশু আছিয়ার উপর নিপীড়নকারী তার বোনের শ্বশুর, স্বামী, দেবর ও শাশুড়িকে বিচারের মাধ্যমে চূড়ান্ত শাস্তি ফাঁসি দেবার আহ্বান ধর্ষকদের শাস্তি প্রকাশ্যে জনসম্মুখে বাস্তবায়ন করার আহ্বান জানানো হয়। সেই সাথে সকলকে সচেতন থাকার আহ্বান জানানো হয়।
আলোকিত গৌড়/এম.এইচ.টি
মন্তব্য করুন: