[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

শিবির নেতা আসাদুল্লাহ তুহিন হত্যা মামলায় তিনজনের জামিন নামঞ্জুর

মাহমুদুল তুষার

প্রকাশিত: ১০ মার্চ ২০২৫, ১৪:৫৮

ছবি: আলোকিত গৌড়

শিবির নেতা আসাদুল্লাহ তুহিন হত্যা মামলায় জেলা ও দায়রাজজ আদালত তিনজনের জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

সোমবার (১০ মার্চ) দুপুর ১২টার দিকে আদালত এই নির্দেশনা প্রদান করেন। মামলার আসামিরা হলেন, মহারাজপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগ এর সাবেক কোষাধ্যক্ষ এজাবুল হক বুলি (৫১), সাবেক ইউপি সদস্য মাইনুল ইসলাম (৬০) এবং চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ডা. ইব্রাহিম আলি (৪২)।

উল্লেখ্য, ৬নং আসামি ডা. ইব্রাহিম আলি ইতোমধ্যে অন্য একটি মামলায় জেল হাজতে রয়েছেন।

শহীদ আসাদুল্লাহ তুহিনের মামা কবিরুল ইসলাম বলেন, “আসামিদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং এই হত্যাকাণ্ডে জড়িত সকলের ফাঁসি দাবি করছি।” এদিকে, মামলার অন্যান্য আসামিরা এখনও পলাতক রয়েছে।

আলোকিত গৌড়/এম.এইচ.টি

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর