চাঁপাইনবাবগঞ্জে জাবালুন নূর ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্যদের সম্মাননা স্মারক প্রদান, ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
সোমবার (১০ মার্চ) দুপুর ২ টায় শহীদ সাটু অডিটোরিয়ামে অনুষ্ঠানে জাবালুন নূর ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবুজার গিফারীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আল-মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাবেক ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. উমার আলী।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. উমার আলী বলেন, "রমজান মাসের কল্যাণের কারণ হলো, এই মাসেই কোরআন নাজিল হয়েছে। কিন্তু আমরা কি কোরআনের বাস্তবায়ন করছি? আমরা শুধুমাত্র কোরআন পড়ে খাবার খাচ্ছি, অথচ কোরআনকে প্রতিষ্ঠিত করতে এগিয়ে এসেছে জাবালুন নূর ফাউন্ডেশন। তারা যা কিছু করতে পারে, তা শুরু করেছে।"
তিনি আরো বলেন, "চাঁপাইনবাবগঞ্জ একসময় ছিল শিক্ষার কেন্দ্রবিন্দু, কিন্তু এখন কেন আমরা পিছিয়ে? আমি আশা করি, জাবালুন নূর ফাউন্ডেশন আমাদের আগের গৌরব ফিরিয়ে আনবে এবং এই জেলা আবারও শিক্ষার কেন্দ্রবিন্দু হয়ে উঠবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাবালুন নূর ফাউন্ডেশনের উপদেষ্টা অধ্যাপক রফিকুল ইসলাম, সাবেক পৌর মেয়র মোঃ নজরুল ইসলাম, সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, অধ্যাপক আবু বকর, সাবেক সদর উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান, চাঁপাইনবাবগঞ্জ কামিল মাদ্রাসার মুফাসসির মাওলানা আব্দুল মাতিন, হাফেজ শহীদুল ইসলাম, ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক হাফেজ গোলাম রাব্বানী, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক হাফেজ আব্দুল আলীম।
এছাড়া, ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও দাতা সদস্যদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আলোকিত গৌড়/আ
মন্তব্য করুন: