[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসকদের কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ

মাহমুদুল তুষার

প্রকাশিত: ১১ মার্চ ২০২৫, ১৪:১৪

চাঁপাইনবাবগঞ্জে চিকিৎসকদের কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ

চাঁপাইনবাবগঞ্জের ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের চিকিৎসকবৃন্দ সম্প্রতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত করেছেন।

এই প্রতিবাদ কর্মসূচি ম্যাটস এবং ডিএমএফ ইস্যুতে গৃহীত স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে এবং ৫ দফা দাবি আদায়ের লক্ষ্যে অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (১১ মার্চ) বেলা ১২টার দিকে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের সামনে চিকিৎসকরা সমাবেশে অংশগ্রহণ করেন।

প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন ডা. আব্দুস সামাদ, ডা. মাসুদ পারভেজ, ডা. ইসমাইল হোসেন, ডা. মাহফুজ রায়হান, ডা. মোসলেহ উদ্দীন, ডা. রেজাউল করিম, ডা. হাজেরা খাতুন সুমি, ডা. ইসরাফিল হক, ডা. মোয়াজ্জেম হোসেন খান প্রমুখ।

এই সময় চিকিৎসকরা বলেন, আজকের পরিস্থিতিতে আমরা দেখতে পাচ্ছি, কিছু ব্যক্তি ডাক্তার হওয়ার জন্য রাস্তায় নামছেন, তবে বাংলাদেশের বিএমডিসি আইন অনুযায়ী শুধুমাত্র বিডিএস এবং এমবিবিএস পাসকারীরা ছাড়া ডাক্তার পরিচয় দেওয়ার কারো সুযোগ নেই।

আলোকিত গৌড়/জে.আর

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর