[email protected] বুধবার, ১৬ এপ্রিল ২০২৫
৩ বৈশাখ ১৪৩২

মহিপুরে শাহজালাল ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন

আসাদুল্লাহ

প্রকাশিত: ১২ মার্চ ২০২৫, ১৯:২৮

ছবি: আলোকিত গৌড়

"আন্তরিক সেবায় আরো কাছে"—এই স্লোগানকে সামনে রেখে মহিপুর বাজারে শাহজালাল ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড-এর এজেন্ট ব্যাংকিং শাখার শুভ উদ্বোধন হয়েছে।

বুধবার (১২ মার্চ) বিকাল ৫টায় মহিপুর বাজারে আনুষ্ঠানিকভাবে এ শাখার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন গোলাম মাওলা, আর সভাপতিত্ব করেন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, চাঁপাইনবাবগঞ্জ শাখার অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ম্যানেজার মোঃ সোলাইমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার গোবরাতলা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম টিপু এবং শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, চাঁপাইনবাবগঞ্জ শাখার এসইও ও ডেপুটি ম্যানেজার মোঃ কামরুজ্জামান। এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. আনোয়ার হোসেন, মুনসেফপুর ফাজিল মাদ্রাসার সহ-সুপার আকবর আলী, শিক্ষক আব্দুস সালাম, বর্তমান প্যানেল চেয়ারম্যান নূরুল ইসলাম, ১ নং ওয়ার্ডের সাবেক মেম্বার আবৃদুস সালামসহ স্থানীয় জনপ্রতিনিধিরা।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মোখলেশুর রহমান বলেন, "শরিয়াহ মোতাবেক লেনদেনের জন্য শাহজালাল ইসলামী ব্যাংকের সঙ্গে যুক্ত থাকার আহ্বান জানাই।" এরপর তিনি শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির মহিপুর বাজার এজেন্ট ব্যাংকিং শাখার আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন।

সভাপতির বক্তব্যে মোঃ সোলাইমান বলেন, "এজেন্ট ব্যাংকিং বাংলাদেশ ব্যাংক অনুমোদিত একটি আধুনিক ব্যাংকিং ব্যবস্থা, যেখানে প্রতিটি লেনদেন বায়োমেট্রিক মেশিনের মাধ্যমে গ্রাহকের আঙ্গুলের ছাপ সনাক্ত করে পরিচালিত হয়।" এই এজেন্ট ব্যাংকিং শাখার মাধ্যমে স্থানীয়রা দ্রুত ও নিরাপদ ব্যাংকিং সেবা গ্রহণ করতে পারবেন বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আলোকিত গৌড়/এম.এইচ.টি

মন্তব্য করুন:

সম্পর্কিত খবর