চাঁপাইনবাবগঞ্জে হরিজন ঐক্য পরিষদের মানববন্ধন । ছবি: ফয়সাল আহমেদ
সম্প্রতি পুরান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক “মিরনজিল্লা হরিজন কলোনীতে” বসবাসরত হরিজন সম্প্রদায়কে উচ্ছেদ ও পুনর্বাসন, কোটা বাস্তবায়ন ও প্রবর্তনের দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
সম্প্রতি পুরান ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন কর্তৃক “মিরনজিল্লা হরিজন কলোনীতে” বসবাসরত হরিজন সম্প্রদায়কে উচ্ছেদ ও পুনর্বাসন, কোটা বাস্তবায়ন ও প্রবর্তনের দাবীতে মানববন্ধন করেছে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা।
জানা যায়, প্রায় ৪’শ বছরের পুরোনো মিরনজিল্লা হরিজন কলোনীতে ব্রিটিশ আমল থেকে বসবাস করে আসছিল সেখানকার হরিজন সম্প্রদায়ের বাসিন্দারা। সেখান থেকে তাদের উচ্ছেদ করে মাল্টি কমপ্লেক্স মার্কেট নির্মাণের পরিকল্পনা করা হচ্ছে।
এরই প্রতিবাদে আজ ১০জুলাই চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দরা।
আলোকিত গৌড়/জে.আর
মন্তব্য করুন: