১৭ বছর বয়সী স্কুল ছাত্র নাজমুস শাহদাত ট্রাকের সাথে সংঘর্ষে মারা গেছেন। নিহত নাজমুস শাহদাত বেলেপুকুর এলাকার বাসিন্দা আপেল এর পুত্র।
রাজশাহী মহাসড়কে মোটরসাইকেল-ট্রাক সংঘর্ষে স্কুল ছাত্রের মৃত্যু
রাজশাহী জেলার গোদাগাড়ী থানার মাগরিব নামাজের পর ঘটে এক মর্মান্তিক দুর্ঘটনা, যেখানে ১৭ বছর বয়সী স্কুল ছাত্র নাজমুস শাহদাত ট্রাকের সাথে সংঘর্ষে মারা গেছেন। নিহত নাজমুস শাহদাত বেলেপুকুর এলাকার বাসিন্দা আপেল এর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, নাজমুস শাহদাত বুধবার (১২ মার্চ) রাজশাহী মহাসড়ক দিয়ে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন, হঠাৎ ট্রাকের সাথে সংঘর্ষ ঘটে এবং ঘটনাস্থলে তার মৃত্যু হয়। পরে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আলোকিত গৌড়/এফ.এ
মন্তব্য করুন: